বাংলা নিউজ > বায়োস্কোপ > Srabanti Chatterjee: ‘দেবী চৌধুরানী হয়ে উঠতে তরবারি চালানো, লাঠিখেলা শিখছি, ঘোড়া চালানোও শিখব', বলছেন শ্রাবন্তী

Srabanti Chatterjee: ‘দেবী চৌধুরানী হয়ে উঠতে তরবারি চালানো, লাঠিখেলা শিখছি, ঘোড়া চালানোও শিখব', বলছেন শ্রাবন্তী

'দেবী চৌধুরানী' শ্রাবন্তী

শ্রাবন্তী আরও জানান, ‘এখন বেশকিছু বিষয় আমায় শিখতে হচ্ছে। ফিটনেসের দিকে মন দিয়েছি। এই ছবির জন্য তরবারি চালানো থেকে লাঠি খেলা সবই শিখছি। ঘোড়া চালানোও শিখব শীঘ্রই। আমি ১০০ শতাংশ দিয়ে এই চরিত্রে কাজ করব।’

'দেবী চৌধুরানী' হয়ে পর্দায় আসতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যেখানে 'ভবানী পাঠক' হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এখবর অবশ্য পুরনো। পরিচালক শুভ্রজিৎ মিত্রর এই ছবিতে অ্যাকশন দৃশ্যও রয়েছে। টলিপাড়ায় জোর খবর, এই ছবির জন্য অ্যাকশন ডিরেক্টর হিসাবে থাকছেন ভিকি কৌশলের বাবা, বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। তবে এই ছবির অ্যাকশন দৃশ্যের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী?

সম্প্রতি আজতক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ‘দেবী চৌধুরানী’র জন্য প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী। তাঁর কথায়, ‘এটা আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জিং একটা চরিত্র। এই চরিত্র আমায় দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ জানাব। আমার মনে হয় এমন একটা চরিত্র প্রতিটা যে চরিত্রে অভিনয় করতে অনেক অভিনেত্রীই চাইবেন। অনেক আগে থেকেই এমন একটা লড়াকু চরিত্রে আমি কাজ করতে চেয়েছি। এর আগে মহানায়িকা সুচিত্রা সেন এই চরিত্রে অভিনয় করেছিলেন। এবার এই চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে একটা প্রাপ্তি। শ্য়ুটিং শুরু করার অপেক্ষায় রয়েছি।’

আরও পড়ুন-'পদার্থবিদ্যা ও অঙ্কে ফেল করা ছাত্রী'! মাধ্যমিকে বাংলায় ঠিক কত পেয়েছিলেন স্বস্তিকা?

আরও পড়ুন-অপরিচিত একজনের টাকা হঠাৎই চলে আসে অ্যাকাউন্টে, আর সেটা নিয়েই মুম্বই চম্পট দিই: অর্চনা গৌতম

শ্রাবন্তী আরও জানান, ‘এখন বেশকিছু বিষয় আমায় শিখতে হচ্ছে। ফিটনেসের দিকে মন দিয়েছি। এই ছবির জন্য তরবারি চালানো থেকে লাঠি খেলা সবই শিখছি। ঘোড়া চালানোও শিখব শীঘ্রই। আমি ১০০ শতাংশ দিয়ে এই চরিত্রে কাজ করব। আমার মনে হয় আমার কেরিয়ারে এই ছবি একটা মাইলফলক হতে চলেছে।’

শ্রাবন্তীর কথায়, বাণিজ্যিক ছবির জন্য তিনি গ্রাম বাংলার মানুষের কাছে নায়িকা হয়ে উঠেছেন। তবে তিনি অভিনেত্রী হিসাবে সব ধরনের ছবিতে কাজ করতে চান। এর আগে 'বুনো হাঁস', ‘গয়নার বাক্স’, 'কাবেরী অন্তর্ধান'-এর মতো ছবিতে অভিনয় করেছেন। কিছুটা মজা করে শ্রাবন্তী বলেন, শুভ্রজিৎ মিত্র তাঁকে দেবী চৌধুরানীর মতো ছবিতে কাস্ট করার সাহস দেখিয়েছেন। অন্যান্য পরিচালকরাও তাঁকে অন্য ধরনের ছবির জন্য বাছলে তিনি খুশিই হবেন।

এদিকে এর আগে ‘দেবী চৌধুরানী’র ছবির জন্য অ্যাকশন ডিরেক্টর হিসাবে শ্যাম কৌশলের  কাজ করা প্রসঙ্গেও মুখ খুলেছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তিনি বলেছিলেন, মুম্বইয়ে গিয়ে শ্যাম কৌশলের সঙ্গে মিটিং করেছেন, চুক্তিও সাক্ষর হয়ে গিয়েছে। ছবির চিত্রনাট্য পড়ে শ্যাম কৌশলের বেশ ভালোও লেগেছে, কলকাতায় এসে অভিনেতাদের বিশেষ ওয়ার্কশপও করাতেও তৈরি শ্যাম কৌশল। প্রসঙ্গত, খুব শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছিলেন শুভ্রজিৎ মিত্র।

বায়োস্কোপ খবর

Latest News

ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির CGO পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা, মশাল হাতে রাজপথে নাগরিক সমাজ হিট ম্যানের ‘হিটে’ কুপোকাত শুভমন গিল, হাসছেন বিরাট-গম্ভীর! ‘গর্জন শুনছেন?’ বলছেন কিঞ্জল! জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ সুদীপ্তা-উষসীর কলকাতা লিগে আটকে গেল ইস্টবেঙ্গল, মহামেডানের বিরুদ্ধে ম্যাচ ড্র লাল-হলুদের মাঝরাস্তায় মহিলা আইনজীবীকে অশ্লীল ইঙ্গিত নরেন্দ্রপুরে, ফিরছিলেন স্বামীর সঙ্গে Hrithik Roshan: কে বলবে বয়স ৫০! ইতালি-র রাস্তায় গোপনে লেন্সবন্দি হৃতিক, সঙ্গী কে ফের দলীপ ট্রফিতে শতরান বাংলার অভিমন্যুর, চাপ বাড়ালেন নির্বাচকদের AFG vs SA: প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান, একাধিক নজির গড়লেন আফগান তারকা গুরবাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.