বাংলা নিউজ > বায়োস্কোপ > Srabanti's ex Krishan Vraj: শ্রাবন্তীকে ভুলে দ্বিতীয় বিয়ে! নতুন বউকে আগলে প্রথম ছবি দিলেন কৃষাণ বিরাজ

Srabanti's ex Krishan Vraj: শ্রাবন্তীকে ভুলে দ্বিতীয় বিয়ে! নতুন বউকে আগলে প্রথম ছবি দিলেন কৃষাণ বিরাজ

ফের বিয়ে করলেন কৃষাণ বিরাজ 

Krishan Maya Vraj: ‘আমার চিরন্তন ভালোবাসা’, নতুন বউকে আগলে প্রথম ছবি দিলেন কৃষাণ। প্রেমের মাসেই নতুন দাম্পত্যে পা রাখলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী। 

ভালোবেসে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সুপারমডেল কৃষাণ বিরাজ (Krishan Viraj)। তবে সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র কয়েকমাস। অতীত ভুলে আগেই নতুন জীবন শুরু করেছিলেন শ্রাবন্তী, যদিও নায়িকার তৃতীয় বিয়েও টেকেনি। তবে শ্রাবন্তীর সঙ্গে বিয়ে ভাঙার পর এবার নতুন জীবন শুরু করলেন কৃষাণ বিরাজ।

গত বছর জানুয়ারি মাসেই পরিবারের পছন্দ করা পাত্রীর সঙ্গে আংটি বদল সেরেছিলেন শ্রাবন্তীর প্রাক্তন। আর প্রেমের মাসের শুরুতেই চার হাত এক হল কৃষাণ-আর্শিয়ার। কৃষাণের স্ত্রীর নাম আর্শিয়া সিনহা (Arshiya Sinha)। প্রেমের মাসের প্রথমদিনই গাঁটছড়া বেঁধেছেন দুজনে। মঙ্গলবার ফেসবুকে বিয়ের প্রথম ছবি দিলেন কৃষাণ বিরাজ।

ছবিতে দেখা গেল সাদা পোশাকে বর-কনের রং মিলান্তি। বিয়ের অনুষ্ঠানে কৃষাণের পরনে ছিল সাদা শেরওয়ানি ও তাঁর কনে আর্শিয়া সেজেছিলেন সোনালি জরির কাজ করা সাদা শিফন শাড়িতে। সঙ্গে লাল ওড়না। হিরের ভারী গয়না। হাতে লাল চূড়া, মাথায় ট্রাডিশন্যাল মুকুট। 

বিয়ে গত সপ্তাহে সারলেও, মঙ্গলবারই ফেসবুকের বন্ধুদের সঙ্গে বিয়ের প্রথম ছবি ভাগ করে নেন কৃষাণ। ক্যাপশনে লেখেন, ‘আমার চিরন্তন ভালোবাসা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত….’। নবদম্পতিকে শুভেচ্ছায় মুড়ে দিয়েছেন শুভাকাঙ্খীরা।

<p>দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী</p>

দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

বেলভেডিয়ার পার্ক ক্লাবে বসেছিল বিয়ের আসর। দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে ছিমছাম বিয়ে সেরেছেন দুজনে। সোমবার ছিল গ্র্যান্ড রিসেপশনের পর্ব। সেইসব মিটতেই বউকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন কৃষাণ। সেই ছবিও উঠে এসেছে তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।

<p>শ্রাবন্তীর প্রাক্তনের বর্তমানকে চিনুন </p>

শ্রাবন্তীর প্রাক্তনের বর্তমানকে চিনুন 

একটা সময় শ্রাবন্তী-কৃষাণের প্রেম ছিল টলিপাড়ার চর্চার বিষয়। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্যে ইতি টেনে সুপার মডেলের কৃষাণের হাত ধরেছিলেন শ্রাবন্তী। মুম্বইয়ে এক বিজ্ঞাপনী শ্যুটে পরিচয়, তারপর প্রেম। ১২ বছরের সন্তানকে পাশে নিয়েই ২০১৬ সালের জুলাই মাসে কৃষাণের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী। এরপর একসঙ্গে থাকাও শুরু করেন দুজনে। তবে মাস কয়েক যেতে না যেতেই সুখী দাম্পত্যে চিড় ধরে। বিয়ের পরের বছরেই ডিভোর্সের মামলা দায়ের করেন দুজনে। প্রায় দু-বছর পর ২০১৯ সালের জানুয়ারি মাসে আলিপুর আদালত তাঁদের ডিভোর্সে শিলমোহর দেয়।

শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের পর লাইম লাইট থেকে বেশ খানিকটা দূরেই ছিলেন কৃষাণ। ফ্যানশ ব়্যাম্পেও খুব বেশি দেখা মেলেনি তাঁর। কেন বিয়ে ভেঙেছিল কৃষাণ-শ্রাবন্তীর? সেই কারণ স্পষ্ট নয়। স্বামীকে টলিউডে লঞ্চ করার পরিকল্পনাও ছিল শ্রাবন্তী। সেই ছবির ঘোষণাও সেরে ফেলেছিলেন দুজনে, তারপর আচমকাই থমকে যায় সেই প্রোজেক্ট। আর তারই সঙ্গে আটকে যায় দুজনের দাম্পত্য জীবনের চাকাও।

বায়োস্কোপ খবর

Latest News

ঘোর বৈশাখেই বর্ষার প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার, আগের ভুল থেকে শিক্ষা পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের গার্ডেনরিচকাণ্ডে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের অনুমতি হাইকোর্টের অপেক্ষার অবসান! মাস দুয়েকের মধ্য়েই বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান ‘সংখ্যালঘুদের গো মাংস খাওয়ার অধিকার দিতে চায় কংগ্রেস’, বেলগাম আক্রমণ যোগীর অধিক VVPAT ব্যবহারের জন্য রাজনৈতিক সংগ্রাম চলবে, বার্তা কংগ্রেসের ১০০ শতাংশ ভোট পড়ল কর্ণাটকের প্রত্যন্ত এই গ্রামে, এখানে ভোটারের সংখ্যা কত জানেন? ‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের ২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...'

Latest IPL News

পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.