সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয় থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের নতুন কাজ, প্রয়াত মা-বাবা, মেয়ে, নিজের বিয়ে ভাঙা, পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মতো একাধিক আপডেট ভাগ করে নেন তিনি। তবে বুধবারে এমন কিছু লিখলেন সোশ্যালে, যা চোখ ছানাবড়া করল তাঁর ভক্তদের। শ্রীলেখার চিন্তায় তাঁর শুভানুধ্যায়ীরা।
কদিন আগে বড়দিনেও শ্রীলেখাকে পাওয়া গিয়েছিল খোশ মেজাজে। লাল রঙের শর্ট ড্রেস, মাথায় সান্তার টুপি পরে ফোটোশ্যুটের ভিডিয়ো পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘বাবা পরপারে যাওয়ার পর থেকে আমার আর কোনও সান্তা নেই। এখন অবশ্য আমিই আমার সান্তা।’
বুধবার শ্রীলেখা ফেসবুকে হঠাৎই লিখলেন, ‘২০২৪-ই আমার শেষ’। আর অভিনেত্রীর এহেন পোস্টে তাঁর ‘ভালোবাসার মানুষগুলি’ কষে লাগাল ধমক। একজন লিখলেন, ‘এভাবে লিখো না। এসব কথা বলতে নেই’। আরেকজন লিখলেন, ‘আশা করি তুমি ঠিক আছো। চিন্তা হচ্ছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘সমস্যা যাই থাক, সব মিটে যাবে’।
গত কয়েকদিন ধরেই নিজের পরবর্তী ছবি পারিয়া নিয়ে পোস্ট করছেন শ্রীলেখা মিত্র। তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘পারিয়া’র শুটিং করে ফেলেছেন ইতিমধ্যেই। ছবিতে পথকুকুরদের জন্য কাজ করে এ রকম একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শ্রীলেখা ওরফে সংঘমিত্রা। পথকুকুরদের ‘পারিয়া’ নামে ডাকা হয়। এই প্রসঙ্গে তথাগত জানিয়েছিলেন, ‘পারিয়া অর্থাৎ অচ্ছুত। রাস্তার কুকুরদের এই নামে ডাকা হয়।’ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। রয়েছেন অঙ্গনা রায়, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিসও।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র যে পশুপ্রেমী, একথা হয়ত অনেকেই জানেন। কুকুর-বিড়ালদের উপর হওয়া অত্যাচার নিয়ে প্রায়ই গলা তোলেন। সামিল হন প্রতিবাদে। এই নিয়ে কম কটাক্ষও হয় না তাঁকে ঘিরে। তবে নিন্দকদের তোয়াক্কা করা বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী বহুদিন আগেই।
একইসঙ্গে টলিউডের নানা বিষয়, সাম্প্রতিক রাজনীতি নিয়েও কথা বলতে দেখা যায় বাম-ঘনিষ্ঠ শ্রীলেখাকে। দেব হোক বা প্রসেনজিৎ, ‘কড়া সত্যি’ বলতে ভয় পান না একেবারেই। গত বছর এপ্রিলে জীবনকে খোলা চিঠি লিখেছিলেন। যাতে লেখা ছিল, ‘কখনও কখনও মনে হয়েছে (সেকেন্ডের ভগ্নাংশের জন্য়) জীবনটা শেষ করেদি। আসলে তখন মনে হয়েছিল আমার পক্ষে কিছুই কাজ করছে না। কিন্তু তারপর তুমি (জীবন) হাসলে আর আমার মধ্যে একটা ইতিবাচক মনোভাব ঢুকিয়ে দিলে, ধীরে ধীরে আমি নিজেকে খুঁজে পেলাম এবং জীবনের রিস্ক আর চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করেছি।’ নিজের প্রযোজনা সংস্থা Pawsome প্রোডাকশন খুলেছেন। বানিয়েছেন ‘এবং ছাদ’-এর মতো স্বল্প দৈর্ঘ্যের ছবি। যা দেশে-বিদেশে একাধিক সম্মান জিতে নিয়েছে।