২ মার্চ বিয়ের পিঁড়িতে বসেছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। যদিও দুজনের আইনি বিয়েটা হয়ে গিয়েছিল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিনকেই। তবে একেবারে সব নিয়ম মেনে, পরিবার ও বন্ধুদের নিয়ে ঘটা করে আয়োজন করা হয়েছিল সামাজিক বিয়ের। লাল টুকটুকে বেনারসিতে সেজেছিলেন শ্রীময়ী, মাথায় ওড়না। কাঞ্চন-পত্নীর দিক থেকে সত্যিই চোখ ফেরানো যাচ্ছিল না।
তবে শ্রীময়ীর গয়নাও কিন্তু আলোচনার বিষয়। গা ভরা সোনায় সেজেছিলেন তিনি। তা কী কী ছিল এদিন তৃণমূলের বিধায়ক পত্নীর গায়ে? হাতে ছিল মোটা চূড়, বালা। দু হাত মিলিয়ে চার-পাঁচটি আংটি। গলায় মোট ৬টি হার, থরে থরে সাজানো। কানে কানবালা। দেখুন ছবি-
দু' বার সম্পর্কে ‘সুখ’ পাননি কাঞ্চন। কেরিয়ারের একদম শুরুতে, সেভাবে প্রতিষ্ঠা পাওয়ার আগেই বিয়ে করেছিলেন তিনি অনিন্দিতা দাসকে। বয়য় বেশ কম ছিল দুজনের তখন। সাড়ে ৭ বছরের দাম্পত্য জীবন ছিল অনিন্দিতা ও কাঞ্চনের। তবে ভেঙে যায় তা। প্রাক্তন বরের থেকে সেই সময় এক টাকাও খোরপোশ নেননি অনিন্দিতা।
আরও পড়ুন: প্রেম টেকে না, বলিউডেও হিট পায়নি এই নেপো কিড, দারুণ করে মারামারি! বলুন তো কে?
এরপর কাঞ্চনের জীবনে প্রবেশ করেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। দুজনের দাম্পত্যকে আরও মিষ্টি করতে, জীবনে এসেছিল ছেলে ওশ-ও। তবে হয়তো, একে-অপরের মধ্যে সুখ খুঁজে পাননি কাঞ্চন আর পিঙ্কি। ২০২১ সালে মিডিয়াকে তোলপাড় করে থানায় ছুটেছিলেন পিঙ্কি। বর ও বরের চর্চিত প্রেমিকা (কাঞ্চন ও শ্রীময়ী)-র নামে থানায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করতে। তিনিই প্রকাশ্যে তুলেছিলেন, পরকীয়ার অভিযোগ।
আরও পড়ুন: এবারও আশাহত বাংলা, শুভদীপকে হারিয়ে কানপুরের বৈভব পেল ইন্ডিয়ান আইডলের ট্রফি
তারপরই ছাদ আলাদা হয় কাঞ্চন-পিঙ্কির। সমাজের সব কটাক্ষকে অগ্রাহ্য করে এবার কাঞ্চনের হাতটা শক্ত করে ধরেন বয়সে অর্ধেকের থেকে ছোট শ্রীময়ী। একটা শক্ত কাঁধ দিয়েছিলেন। আর তারই স্বীকৃতিতে পিঙ্কিকে ১০ জানুয়ারি ডিভোর্স দিতে না দিতেই, ১৪ ফেব্রুয়ারি বিয়ে করে নেন কাঞ্চন মল্লিক।
আরও পড়ুন: ‘লিকপিকে কাঞ্চন’! বউয়ের কোলে বর, গোল ঘুরলেন শ্রীময়ী, তা দেখে কে জিভ কাটল?
৬ মার্চ তাঁদের রিসেপশন। বিয়েতেও মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। রিসেপশনের সন্ধেটাও নিজেদের মধ্যে ‘ব্যক্তিগত’ই রাখতে চান নব দম্পতি।