সইসাবুদ করে বিয়ে সারা। এখন পালা সোশ্যাল ম্যারেজের। তার ঠিক আগে নিজেদের সম্পর্ক, সমীকরণ নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী চট্টরাজ। এবার তিনি একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে বিয়ের আর মাত্র কয়েকটি দিন বাকি তবুও নাকি কাঞ্চন তাঁকে কোনও উপহারই দেননি।
আরও পড়ুন: জল থই থই ভালোবাসায় উদ্দালকের 'গোপন' স্ত্রী হয়ে এন্ট্রি মালবিকার, কোন দিকে মোড় নেবে কোজাগরীর জীবন?
আরও পড়ুন: সমাজসেবার জন্য সরকারি চাকরির বলিদান! পথিকৃতের 'দাদাগিরি'তে মুগ্ধ সৌরভ বললেন 'অনবদ্য!'
শ্রীময়ীকে কাঞ্চন কখনই উপহার দেননি
গত মাসের ১০ তারিখ পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি ভাবে বিচ্ছেদ হয়েছে কাঞ্চন মল্লিকের। তারপরই ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সারেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁদের সেই সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে তিনি সম্প্রতি জানিয়েছেন, 'আমাকে একটা সময় বলা হয়েছে আমি কাঞ্চনের মাল। অনেকেই বলেছেন আমার জন্যই নাকি কাঞ্চনের সংসার ভেঙেছে। আমিই নাকি সংসার ভেঙেছি। এক সন্তানের থেকে তার বাবাকে সরিয়ে নিচ্ছি। স্ত্রীর থেকে দূরে করে দিচ্ছি তার স্বামীকে।' তিনি অভিযোগ করে আরও বলেন, 'অনেকেই বলেন আমি নাকি প্ল্যান করে ওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। ও বিধায়ক বলে নাকি প্রেম করছি। ওর টাকা পয়সা দেখে মেলামেশা করেছি। কিন্তু কখনই আমাদের সেই সম্পর্ক ছিল না। বন্ধুত্ব ছিল। আমদের মধ্যে একটা ভরসার জায়গা ছিল। ও জানত আমার কাঁধ আছে ওর জন্য সবসময়। কিন্তু কাঞ্চন আজ পর্যন্ত আমায় কখনও উপহার দেয়নি। আমার সেই চাহিদাও নেই। ও আমার পাশে থাকলেই যথেষ্ট।'
আরও পড়ুন: কেবল মিস ইন্ডিয়া সিনি শেট্টি নন, এবারের মিস ওয়ার্ল্ডের দৌড়ে আছেন মোট ৪ হিন্দিভাষী! কারা তাঁরা?
কাঞ্চন-শ্রীময়ীর প্রসঙ্গে
দীর্ঘদিন ধরেই শ্রীময়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক। গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দেন অভিনেতা তারপরই ভালোবাসার দিন কাগুজে বিয়ে করেন শ্রীময়ীর সঙ্গে। আগামী ৬ মার্চ তাঁরা সোশ্যাল ম্যারেজ করবেন। বর্তমানে তাঁদের সেই বিয়ে নিয়ে এখন তোড়জোড় চলছে। জানা গিয়েছে তাঁদের বিয়েতে সম্পূর্ণ বাঙালি ভুরিভোজের আয়োজন করা হবে। থাকবে পোলাও, মাটন, ইত্যাদি।