জল থই থই ভালোবাসা ধারাবাহিকে নতুন জটিলতার সঙ্গে নতুন চরিত্ররা এন্ট্রি নিল। এখন কোজাগরীর পাইস হোটেল এবং আসমান থেকে গল্প ধীরে ধীরে সরে হচ্ছে উদ্দালকের পুরনো জীবনের দিকে। গল্পে এন্ট্রি নিয়েছে তার গোপন স্ত্রী এবং মেয়ের। একটা সময় লুকিয়ে বিয়ে করেছিলেন ময়ূরাক্ষীকে। এবার সেই আবার ফিরে এসেছে তার জীবনে। তাও মেয়েকে সঙ্গে করে। কী হবে এবার কোজাগরীর সাজানো সংসারের?
আরও পড়ুন: 'এটা তোমাকেই শোভা পায়...' দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা, নাচলেন রচনা-ডোনার হাত ধরে
জল থই থই ভালোবাসার নতুন মোড়
এদিন স্টার জলসার তরফে এই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উদ্দালকের বন্ধু সঙ্গে করে তার সেই লুকিয়ে বিয়ে করা স্ত্রী ময়ূরাক্ষী এবং মেয়ে খিলখিলকে নিয়ে এসেছে। যা দেখে হতবাক হয়ে যায় উদ্দালক। একই অবস্থা হয় ময়ূরাক্ষীরও। নতুন অতিথিকে দেখে আরও বেশি অবাক হয় কোজাগরী। সে জানতে চায় তার বরের থেকে যে সে কেন এটা জানায়নি।
এরপরই পরিচয় করিয়ে কোজাগরীকে জিজ্ঞেস করা হয় ময়ূরাক্ষীকে ঘরে নিয়ে যাবে না সে? উত্তরে অচেনা অগুন্তুকের দিকে হাত বাড়ায় কোজাগরী। কিন্তু এই অসুস্থ ময়ূরাক্ষী কি এসে নতুন করে ঝড় তুলবে উদ্দালক আর কোজাগরীর সংসারে? কী হবে এবার? সেটা সময়ই বলবে।
আরও পড়ুন: জল্পনায় ইতি, ট্রিলজি নয় একক ছবি হিসেবেই আসছে রণবীরের শক্তিমান!
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'জল থই থই ছিলে ভালো লাগায় ভরপুর একটা সিরিয়াল, এখন যা হচ্ছে বা হতে যাচ্ছে, সেটা ভাল লাগছেনা একদমই। কোজাগরীর জমিয়ে বাঁচার সেই গল্পের ধারাই মুল বিষয় হওয়া উচিত।' আরেকজন লেখেন, 'সুস্থ ভালো একটা সংসারে এই সব গল্প এনে সিরিয়ালটাকে শেষ করে দিল, আর কোথায় যাওয়ার জায়গা হল না, আর সবার আগে একটা করে বউ বাচ্চা আছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একটা সুস্থ সুন্দর গল্পের খুন হয়ে গেল। এবার এর শ্রাদ্ধ হবে।' মোদ্দা কথা সব ধারাবাহিকের মতো এখানেও পরকীয়া, ইত্যাদি দেখানোয় বেজায় চটেছেন দর্শকরা।
জল থই থই ভালোবাসা প্রসঙ্গে
এই ধারাবাহিকটি প্রতিদিন স্টার জলসায় রাত নয়টা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় অপরাজিতা আঢ্য, অনুষা বিশ্বনাথন, চন্দন সেন, দেবোত্তম মজুমদার, ইপ্সিতা মুখোপাধ্যায়, প্রমুখ আছেন।