বাংলা নিউজ > বায়োস্কোপ > Kanchan-Sreemoyee: ‘আনন্দে থাকো’, কাঞ্চনের জন্মদিনে গোটা দিন নীরব থেকে রাতে পোস্ট শ্রীময়ীর, মান-অভিমান?

Kanchan-Sreemoyee: ‘আনন্দে থাকো’, কাঞ্চনের জন্মদিনে গোটা দিন নীরব থেকে রাতে পোস্ট শ্রীময়ীর, মান-অভিমান?

কাঞ্চনের জন্মদিনে শুভেচ্ছা শ্রীময়ীর। 

কাঞ্চনের জন্মদিনের রাত শেষ হওয়ার আগে এল শ্রীময়ীর থেকে শুভেচ্ছা। গোটা দিনে বেশ কয়েকটি কেক কাটলেও একবারও পাশে দেখা গেল না অভিনেত্রীকে। 

দুজনকে নিয়ে বছরদুয়েক আগে তোলপাড় হয়েছিল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতেও কম বিতর্ক হয়নি। তবে সেই বিতর্কে যেন একে-অপরের আরও কাছাকাছি এসেছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। একে অন্য়ের বাড়ির পুজো, জন্মদিন অথবা অন্য কোনও গেট-টুগেদার দুজনের ছবি ঠিকই মেলে।

শনিবার ছিল তৃণমূলের বিধায়ক-অভিনেতা কাঞ্চনের ৫৩ বছরের জন্মদিন। গোটা দিনে বেশ অনেকগুলি কেক কাটার ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করেন কাঞ্চন। একটি তাঁর পার্টি অফিসে। আরেকটি-তে আবার ক্যাপশনে লেখা ‘কাছের বন্ধুদের সঙ্গে’। তবে সেই ছবিতে ছিলেন না শ্রীময়ী।

তবে গোটা দিন নীরবে কেটে গেলেও, শনিবারের রাতে সামাজিক মাধ্যমে ফুটে উঠল উষ্ণ শুভেচ্ছাবার্তা। কাঞ্চনের সঙ্গে নিজের ২টি ছবি শেয়ার করে নিলেন শ্রীময়ী। লিখলেন, ‘শুভ জন্মদিন!আনন্দে থাকো এবং নিরাপদে থাকো।’ সঙ্গে একগুচ্ছ হার্টের ইমোজি। আরও পড়ুন: আদুর গায়ে পুলের জলে জিতু, বরকে কাছে টেনে চুমু খেলেন নবনীতা! রইল ছবি

একসময় শ্রীময়ীর উপরে অভিযোগ উঠেছিল কাঞ্চন মল্লিকের বিয়ে ভাঙার। ২০২১ সালে কাঞ্চন-পত্নী পিঙ্কি চট্টোরাজ বর আর শ্রীময়ীর নামে থানায় অভিযোগ দায়ের করেন। কম জলঘোলা হয়নি সেসময়। সবে-সবে ভোটে জিতে রাজনৈতিক জগতে পদার্পন করেছিলেন অভিনেতা তখন। আর সেই বিতর্ক নিসন্দেহে ছিল বড় ধাক্কা। আরও পড়ুন: ফিরছেন ‘পথ’-এর জনপ্রিয় নায়িকা অন্বেষা! যদিও জি বাংলাকে ছেড়ে ধরলেন জলসার হাত

এখন যদিও বউ-ছেলের থেকে বেশ দূরেই থাকেন। ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকেন পিঙ্কি। ছোট আর বড় পরদা মিলিয়েই কাজ করছেন একের পর এক। নিজের মুখেই জানিয়েছেন, সবটা গুছিয়ে নিয়ে ছেলের সঙ্গে বেশ ভালোই আছেন। আদালতে চলছে কাঞ্চন-পিঙ্কির ডিভোর্সের মামলা। অভিনেতার অভিযোগ পিঙ্কি দেখাও করতে দেয় না তাঁকে ছেলের সঙ্গে।

আর এসবের মাঝেই রয়েছে তাঁর আর শ্রীময়ীর ‘প্রেম’ নিয়ে চর্চা। গত অক্টোবরে কাঞ্চনের বাড়িতে আয়োজিত কালীপুজোর যাবতীয় দায়িত্ব সামলেছিলেন শ্রীময়ী, অন্য দিকে শ্রীময়ীর জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন কাঞ্চন। একসঙ্গে স্টেজ শো করতেও আজকাল দেখা যায় দুজনকে। তবে শ্রীময়ীর সাফ কথা, ‘ওর সঙ্গে আমার সম্পর্কটা কী তা এত দিনে মানুষের বুঝে যাওয়া উচিত। তার পরেও যদি আমাদের নিয়ে এমন লেখা হয়, তা হলে আর কিছু বলার নেই’।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন