কদিন পরেই দুজনে বসবেন বিয়ের পিঁড়িতে। তার আগে বন্ধুদের নিয়ে আইবুড়ো ভাতের উদযাপন করলেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। দেখা গেল সকলে মিলে খেতে গিয়েছেন শহরের এক রেস্তোরাঁতে। আর সেখানে খাওয়া-দাওয়া শেষ করে, রাতের আড্ডা জমল বাড়িতেই।
সাদা ঢিলেঢালা শার্ট পরেছিলেন। কাঞ্চনের গায়ে লাল জামা। শ্রীময়ীর ছোটবেলার বন্ধুদের নিয়েই জমে উঠেছিল রাতের আড্ডা। তার আগে অবশ্য খানাপিনা সবটাই হয়েছে। দেখা গেল গানে-আড্ডায় জমে উঠেছে সবটা। যার ঝলক ছোট ছোট ভিডিয়োর মাধ্যমে ইনস্টা স্টোরিতে তুলে ধরেছেন শ্রীময়ী।
আরও পড়ুন: সিনেমার সেটে ঠাটিয়ে চড় মারে রেখা, তারপরই গায়েব ফিল্ম লাইন থেকে, বলুন তো কে?
বিয়ের পিঁড়িতে বসবেন। এখন তিনি বড়ই ব্যস্ত। শ্রীময়ীর হাতে রয়েছে ধারাবাহিকের কাজ রয়েছে। সদ্য তিনি এই সিরিয়ালে যোগ দিয়েছেন। কিন্তু আগামী মাসেই নিতে হবে বিয়ের ছুটি। তাই এখন জোরকদমে ব্যাঙ্কিংয়ের কাজ করছেন। এমনকী, হাতে প্রচুর কাজ কাঞ্চনেরও।
১০ জানুয়ারি আসলে প্রথম স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স ফাইনাল হয় কাঞ্চনের। ৫৬ লাখ টাকা খোরপোশ দিতে হয়েছে অভিনেতা-বিধায়ককে তাঁর দ্বিতীয় স্ত্রীকে। আর তার ৩৪ দিনের মাথায় শ্রীময়ীকে বিয়ে করেছেন অভিনেতা। ১৪ ফেব্রুয়ারি সবাইকে গোপন রেখেই খাতায় কলমে এক হন তাঁরা। সই-সাবুদ করে মিস থেকে মিসেস হন শ্রীময়ী।
আরও পড়ুন: কয়েক রাত পরে তৃতীয় বিয়ে! অনুপমের ‘গোপন’ প্রেমিকার প্রেমপত্র ফাঁস ফেসবুকে, কে সে?
আপাতত জানা যাচ্ছে, সব হিন্দু রীতি অনুসরণ করে বিয়ে করছেন না কাঞ্চন-শ্রীময়ী। চটজলদি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণেই হয়তো, সবটা সাজিয়ে উঠতে পারেননি। একইদিনে হবে অনুষ্ঠান দুই বাড়ির তরফে। ৬ মার্চ হোটেল ভাড়া নেওয়া হয়েছে পার্কস্ট্রিটে। সেখানেই গায়ে হলুদ, মেহেন্দি, মালাবদল, সিঁদুর দান হবে।
আরও পড়ুন: ‘আমাদের জীবন শারীরিকভাবে…’! বাইরে করোনা, আমিরকে ডিভোর্স দিয়েও একসঙ্গে ছিলেন কিরণ
প্রথমে শ্রীময়ী জানিয়েছিলেন মুম্বইতে কাজ করা তাঁর এক ডিজাইনার বন্ধু বর আর কনের পোশাক বানাবেন। কিন্তু সময়ের অভাবে সেটাও সম্ভব হয়নি। তবে তিনি বা কাঞ্চন কী পোশাক করবেন, আপাতত সেটা শ্রীময়ী নিজেই ঠিক করছেন।
কাঞ্চন-শ্রীময়ী জুটির ভক্তরাও অপেক্ষা করছে ৬ মার্চ দিনটির জন্য। দুজনের দাম্পত্যের খুঁটিনাটি জানতে উদগ্রীব তাঁরা। তবে বিয়েতে মিডিয়াকে ডাকছেন না কোনওপক্ষই। খানিকটা বলিউডের ঢঙেই, নিজেরা ছবি দেবেন মিডিয়ায়।