দীর্ঘ ৪২ বছর পর আবারও বড় পর্দায় হেঁটে চলে বেড়াবেন উত্তম কুমার। আর তারই প্রথম ঝলক এদিন প্রকাশ্যে এল। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবির ট্রেলার মুক্তি পেল ১ মার্চ। চলতি মাসেই মুক্তি পাবে এই ছবিটি।
কী দেখা গেল ট্রেলারে?
কৃষ্ণেন্দুর জীবনে ধ্যানজ্ঞান বলতে দুটো জিনিস, এক উত্তম কুমার। দুই সোহিনী। সে উত্তম কুমার বলতে পাগল। শুধু তাই নয়। যেদিকেই সে তাকায় সেদিকেই দেখতে পায় মহানায়ককে। এমনকি স্বয়ং উত্তম কুমার নাকি তাঁকে অনেক বিষয়ে সাহায্যও করেন। এই যেমন সোহিনীকে সে প্রোপজ করেছে। কিন্তু সোহিনী প্রথমেই তাঁকে জানিয়ে দেয় 'তুমি আউট অব লিগ।' এমন অবস্থায় কৃষ্ণেন্দুর সহায় হন উত্তম কুমার। তারপর? কোনদিকে এগোয় তাঁদের গল্প সেই নিয়েই অতি উত্তমের গল্প।
বহুদিন পর রঙিন ফ্রেমে সাদা কালো মহানায়ককে দেখা গেল। তিনি হাসলেন, হাঁটলেন, সংলাপ বললেন বিজ্ঞানের সাহায্যে এবং আবারও মন জিতলেন। তার সঙ্গে যথাযথ সঙ্গ দিলেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য এবং গৌরব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: 'এটা মোহনলালের, অজয়ের নয়', দৃশ্যমের রিমেক ঘোষণা হলিউডের, তারপরই উসকে গেল বিতর্ক, কেন?
অতি উত্তম প্রসঙ্গে
আগামী ২২ মার্চ মুক্তি পাবে অতি উত্তম। সৃজিত মুখোপাধ্যায় এই ছবিটির পরিচালনা করেছেন। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য এবং গৌরব চট্টোপাধ্যায়কে। অন্যান্য ভূমিকায় দেখা যাবে লাবণী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়, প্রমুখ। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় আসছে এই ছবি। এবং চেরি অন দ্য টপ হয়ে থাকবেন উত্তম কুমার।