SS Rajamouli Love Story: একই বাড়ির দুই জামাই এসএস রাজামৌলি এবং এম এম কিরাবাণী। একজন পরিচালক তো অপরজন সঙ্গীতশিল্পী। জানেন কী, এম এম কিরাবাণীর শ্যালিকাকে বিয়ে করেছেন এসএস রাজামৌলি। রামার সঙ্গে রাজামৌলির লাভ স্টোরিটা কেমন?
1/7আরআরআর-এর হাত ধরে প্রথমবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। রাজামৌলির এই সিনেমার ‘নাটু নাটু’ সেরা মৌলিক গানের সম্মান। গানটি লিখেছেন গীতিকার এম এম কিরাবাণী। RRR গোল্ডেন গ্লোব পুরস্কার জেতা প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের বিষয়। জানেন কী, এম এম কিরাবাণীর শ্যালিকাকে বিয়ে করেছেন এসএস রাজামৌলি। তাঁদের লাভ স্টোরি অবাক করার মতো-
2/7এস এস রাজামৌলি স্ত্রীর নাম রামা। পরিচালকের মতো তাঁর স্ত্রীও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। তিনি পেশায় একজন কস্টিউম ডিজাইনার। বাহুবলী এবং আরআরআর-এর মতো রাজামৌলির ব্লকবাস্টার ছবির জন্য পোশাক ডিজাইন করেছেন রামা।
3/7২০০১ সালে রামার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজামৌলি। দুজনেরই আইনি উপায়ে সই-সাবুদ করে কোর্ট ম্যারেজ সেরেছিলেন। স্ত্রী রামার থেকে বয়সে ৪ বছরের ছোট পরিচালক।
4/7আদতে রামার দ্বিতীয় স্বামী এসএস রাজামৌলি। ২০০০ সালে প্রথম স্বামীর সঙ্গে বিাবাহবিচ্ছেদ হয় রামার। প্রথম স্বামীর সঙ্গে ঘর করে তাঁদের এক পুত্র সন্তান রয়েছে, নাম কার্তিকেয়।
5/7রাজামৌলিকে বিয়ে করার পর আর কোনও সন্তান হয়নি রামার। যদিও এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন এই দম্পতি।
6/7অন্যদিকে, ‘নাটু নাটু’ গানের স্রষ্ঠা এম এম কিরাবাণী যিনি রাজামৌলির সিনেগুলিকে নিজের গান দিয়ে সাজিয়েছিলেন, তিনি রামার বোন শ্রীবল্লীর সঙ্গে বিবাহিত।
7/7আরআরআর-এর নাটু নাটু গানের অন্যান্য লেখক ও গায়কদের হয়ে এদিন পুরস্কার নিতে মঞ্চে ওঠেন কিরাবাণী। তিনি এর আগে কাজ করেছেন বাহুবলীতেও। পেয়েছেন একাধিক সম্মান। একই বাড়ির দুই জামাই এসএস রাজামৌলি এবং এম এম কিরাবাণী।