বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipa Chatterjee-Karwa Chauth: 'রান্নাঘর না গুটখাবিলাস', করওয়া চৌথের শুভেচ্ছা জানাতে গিয়ে চরম কটাক্ষের মুখে সুদীপা

Sudipa Chatterjee-Karwa Chauth: 'রান্নাঘর না গুটখাবিলাস', করওয়া চৌথের শুভেচ্ছা জানাতে গিয়ে চরম কটাক্ষের মুখে সুদীপা

করওয়া চৌথের শুভেচ্ছা জানাতে গিয়ে চরম কটাক্ষের মুখে সুদীপা

Sudipa Chatterjee-Karwa Chauth: সদ্যই করওয়া চৌথ গেল। সেই উপলক্ষে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন জি বাংলার রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু একি! কটাক্ষের মুখে পড়লেন কেন তিনি?

চারদিকে এখন উৎসবের মরশুম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শেষ হল মাত্র এক সপ্তাহ আগেই। ইতিমধ্যেই লক্ষ্মীপুজো চলে গিয়েছে, হয়ে গিয়েছে অবাঙালিদের করওয়া চৌথ। কিন্তু আজকাল কি আর উৎসবের বাঙালি অবাঙালি হয়? সেই কথা মনে রেখেই হিন্দিতে অনুরাগীদের করওয়া চৌথের শুভেচ্ছা জানালেন জি বাংলার রান্নাঘরের সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু একি! শুভেচ্ছা জানাতে গিয়ে চরম ট্রোল্ড হলেন কেন তিনি?

সুদীপার করওয়া চৌথের শুভেচ্ছা

করওয়া চৌথের দিন সুদীপা চট্টোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে সেটা বিজয়া দশমীর দিন সিঁদুর খেলার ছবি। তাঁর পরনে সাদা লাল পাড় শাড়ি। সারা মুখে সিঁদুর লেগে। এই ছবিটা পোস্ট করে সুদীপা লেখেন, 'করওয়া চৌথ কী হার্দিক শুভ কামনায়ে। সাদা সুহাগন রহে। মাঙ্গ কী সিঁদুর সাদা অক্ষয় রহে, ইয়ে কামনায়ে হ্যায়। আপকা অউর মেরা সুহাগ কভি না উজরে। মা পার্বতী, মহাদেব অউর গণপতিজি কী কৃপা সাদা বনে রহে।' সুদীপা এটি পোস্ট করার পরই শুরু হয়েছে ট্রোল।

আরও পড়ুন: '১৭ নম্বরের পর এটা ১৮...' 'তুমি আশেপাশে থাকলে'র আগে এত অফার কেন ফিরিয়েছিলেন রোহন?

আরও পড়ুন: গুটি গুটি পায়ে ৫০০ পর্ব পার অনুরাগের ছোঁয়ার, বিশেষ দিনে কাদের সঙ্গে কেক কাটলেন সূর্য-দীপারা?

কী বলছেন লোকজন?

সুদীপার পোস্টে এসে লোকজন তাঁকে রীতিমত তুলোধনা করে যাচ্ছে। তিনি কেন অবাঙালি উৎসব পালন করেছেন, কেন শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য শুনতে হয়েছে নানা কটূ কথা। এক ব্যক্তি লেখেন, 'ওটা আর রান্নাঘর নেই, গুটখাবিলাস হয়ে গিয়েছে।' আরেকজন লেখেন, 'লজ্জা করে না বাঙালি হয়ে বাংলার কালচার না মেনে অবাঙালি সাজার চেষ্টা করছেন। আপনাদের জন্যই আজকে বাংলার, বাঙালির এই দশা।' কেউ আবার লেখেন, 'এসব সংস্কৃতি আমাদের নয়। আমরা পূর্ণিমার চাঁদ দেখি, চাঁদ দেখে বরের মুখ দেখি না।' ‘আপনি আবার কবে থেকে অবাঙালি হয়ে গেলেন? এই দুদিন আগেও তো বাঙালি অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বউ ছিলেন,’ মন্তব্যে অন্য আরেক নেটিজেনের। কেউ কেউ তাঁকে তুলোধনা করে লেখেন, 'আপনাদের জন্যই বাংলার আজ এই দুরাবস্থা। কটা অবাঙালি শুভ বিজয়া বলল, শুভ দীপাবলি বলে, কটা অবাঙালি শুভ দোলযাত্রা বলে? আপনারা যতক্ষণ না বাঙালি জাতিকে শেষ করতে পারছেন ততক্ষণ চালিয়ে যান। আপনাদের মতো লোকরাই বাংলা সংস্কৃতিকে কবরে পাঠাবেন।'

তবে কেউ কেউ আবার প্রশংসাও করেন। একজন লেখেন, 'আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকবেন।' 'ভীষণ ভালো থাকবেন। ভালো লাগছে আপনাকে' মন্তব্য আরেকজনের।

বায়োস্কোপ খবর

Latest News

১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও ১২ বছর ধরে প্রতিদিন মাত্র ৩০ মিনিট ঘুমোন ব্যবসায়ী! কীভাবে সম্ভব ৮ বলেই ম্যাচ শেষ, ভুবিকে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তুললেন সমীর- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.