২০১৭ সালে কপিল শর্মার সঙ্গে একটি বিশ্রী ঝামেলায় জড়িয়ে পড়েন সুনীল গ্রোভার। যদিও তারপর ধরে ধীরে একটু একটু করে তাঁর কেরিয়ারের গ্রাফ বেশি উঁচুতে উঠেছে। এমনকি গত বছর তো তিনি শাহরুখ খানের সঙ্গে একটি ছবিও করে ফেললেন। তাঁকে ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। তবে কপিলের সঙ্গে সেই ঝামেলার পর নাকি হামেশাই বিরক্ত হয়ে থাকতেন সুনীল। তাঁর উপর গোটা বিষয়টাই খুব প্রভাব পড়েছিল।
তবে সেই সব ঝামেলা এখন অতীত। তাঁরা তাঁদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিয়েছেন। আগামীতে একটি শোতে তাঁদের আবারও একসঙ্গে দেখা যাবে। নেটফ্লিক্সের একটি শোতে দেখা যাবে তাঁদের। কমেডি ঘরানার কোনও কাজই হবে সেটি। কিন্তু কী কাজ, নাম কী এখনও জানা যায়নি। তবে এই শোতে কপিল শর্মার টিম থাকবে যে সেটা নিশ্চিত।
কপিলের সঙ্গে ঝামেলা নিয়ে কী বললেন সুনীল?
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন তাঁর এবং কপিলের ঝামেলার বিষয় নিয়ে। সুনীলের কথায়, 'আমার মনে হয় এখন সব ঠিকই আছে। তবে ঝামেলার পর পর আমি খুব ডিস্টার্বড থাকতাম। কিন্তু এখন আর নয়। আমি জানি সত্যটা কী তাই কে কী ভাবল, বুঝল সেটার দায় আমার নয়। যাঁরা আঙুল তোলেন তাঁরা কে? আমি কী করব না করব সেটার উত্তর দিতে আমি কাউকেই বাধ্য নই। কাউকে কিছু বোঝাতে যাব না বিশেষ করে যাঁরা বিষয়টার কিছুই জানেন না। সবাই সবটা ধীরে ধীরে বুঝে যাবেন।'
আরও পড়ুন: 'এটা তোমাকেই শোভা পায়...' দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা, নাচলেন রচনা - ডোনার হাত ধরে
আরও পড়ুন: বিয়ের আগেই কাঞ্চনের উপর ক্ষুব্ধ শ্রীময়ী? অভিযোগ করে বললেন, 'আজ পর্যন্ত ও আমায়...'
কী হয়েছিল সুনীল এবং কপিলের?
২০১৭ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ফেরার সময় কপিলের সঙ্গে সুনীল এবং চন্দন প্রভাকরের একটি ঝামেলা হয়। মদ খেয়ে নাকি তখন সুনীলকে জুতো দিয়ে মেরেছিল কপিল। তবুও নাকি শান্ত ছিলেন সুনীল। তবে পরে আর কোনও যোগাযোগ বা সম্পর্ক রাখেননি কপিল শর্মার সঙ্গে।