ওটিটি মাধ্যমে দেখানো সিরিজ এবং সিনেমা নিয়ে আবার বিতর্ক। এবার রাজ্যসভায় এই মাধ্যমের বিরুদ্ধে এক হাত নিলেন বিজেপি সাংসদ সুশীল মোদী। তাঁর গলায় রীতিমতো বিরক্তির সুর শোনা গিয়েছে এদিন। কী বলেছেন তিনি?
(আরও পড়ুন: 'সৃজনশীল স্বাধীনতার নামে অশ্লীলতা চলবে না', ওটিটি নিয়ে কড়া নিদান অনুরাগ ঠাকুরের)
সম্প্রতি রাজ্যসভায় ওটিটি মাধ্যম নিয়ে সরব সাংসদ সুশীল মোদী। তিনি কড়া ভাষায় বলেছেন, বর্তমানে ওটিটি মাধ্যমগুলি যা দেখাচ্ছে, তার অনেকগুলি অশ্লীল, মাদক সেবনকারী, হিংসাত্মক দৃশ্যে ভর্তি। এই দৃশ্যগুলি এতটাই খারাপ, সেগুলি পরিবারের সকলের সঙ্গে বসে দেখা যায় না। তাঁর কথায়, ‘এই যে ওটিটি বা ওভার দ্য টপ মাধ্যমগুলি রয়েছে, যেমন নেটফ্লিক্স, ডিজনি, ভায়াকম ১৮, অ্যাপেল টিভি, রিলায়েন্স ব্রডকাস্ট, হটস্টার, প্রাইম ভিডিয়ো— এমন ৪০-এর বেশি ওটিটি মাধ্যম রয়েছে। এবং এর মধ্যে অধিকাংশ ওটিটি মাধ্যমে যে সিরিয়াল দেখানো হয়, তাতে হিংসা, অশ্লীলতা, গালিগালাজের ভাষা, খুনকে গ্লোরিফাই করার, মাদককে গ্লোরিফাই করার মতো বিষয় দেখানো হয়। এগুলি পরিবারের সঙ্গে বসে দেখা যায় না।’ এর পরে তিনি বলেন, এখন দেশের নামজাদা শিল্পীরাও নেটফ্লিক্স এবং অ্যামাজনের এই সব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
(আরও পড়ুন: OTT-তে তামাকবিরোধী সতর্কবার্তা স্ক্রিনে রাখা বাধ্যতামূলক, রাজ্যসভায় জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী)
তাঁর কথায়, ‘এই ওটিটি মাধ্যমের বাজার দ্রুত বাড়ছে। এবং ২০২৭ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে।’ এই সূত্র ধরে তিনি বলেন, সিনেমায় কী দেখানো হবে, তার জন্য সেন্সর বোর্ড রয়েছে। ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগে সেই বোর্ড তা পরীক্ষা করে দেখে। এমনকী কেবল টিভিতেও কী দেখানো হবে, তা আগে থেকে দেখে সার্টিফিকেটে দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু ওটিটি মাধ্যমের ক্ষেত্রে তেমন কিছু নির্দিষ্ট নিয়ম নেই। আর তাই কেন্দ্র সরকারের কাছে তাঁর আবেদন, এই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের।
(আরও পড়ুন: 'অল্প দামে রফা করলে ঠিক আছে, নইলে...' বক্স অফিস ফ্লপ বা বিতর্কিত ছবি দেখাতে আর আগ্রহী নয় OTT!)
দীর্ধ দিন ধরেই কেন্দ্র সরকারের বেশ কয়েক জন মন্ত্রী এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি এবার রাজ্যসভাতেও উঠে এল। আগামী দিনে কি তাহলে ওটিটি মাধ্যমকেও কড়া নিয়মে বাঁধতে পারে কেন্দ্র সরকার? তেমনই সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন অনেকেই।