প্রাক্তনরা নাকি বন্ধু হয় না! আজকাল এই মিথ ভাঙছেন অনেক তারকাই। তালিকায় একদম উপরে রয়েছেন সৃজিত-স্বস্তিকা। একটা সময় টলিউডের টক অফ দ্য টাউন ছিল এই জুটি। কিন্তু প্রেম টেকেনি। প্রেম ঘুচলেও এখনও তাঁরা বন্ধু তথা সহকর্মী। একই ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে প্রায়শই মুখোমুখি হন সৃজিত-স্বস্তিকা। আরও পড়ুন-‘পাবলিক ফিগাররা জনগণের বাবার সম্পত্তি…বিয়ে কি শুধু সেলেবদের ভাঙে?' আনকাট স্বস্তিকা
শনিবার রাতে সৃজিতের ছবি ‘অতি উত্তম’-এর সাক্সেস পার্টিতে হাজির ছিলেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়। পরিচালককে দেখেই মুখে হাসি, সৃজিতকে কয়েক সেকেন্ড থমকে দেখলেন। তারপর উষ্ণ আলিঙ্গন। এদিন প্রাক্তন জুটি টুইনিং করলেন সাদা সাবেকি সাজে।
খাদির শাড়ি স্বস্তিকা বিশেষ পছন্দের। কালো হাতকাটা ব্লাউজ আর কালো সুতোর কাজ করা খাদির শাড়িতে সেজেছেন টলি সুন্দরী, খোঁপায় বাঁধা জুঁই। অন্যদিকে লাল সুতোর কাজ করা পাঞ্জাবি ও সাদা ধুতিতে দেখা মিলল সৃজিতের। পোশাকের এই রং মিলান্তি কিন্তু পুরোটাই অপরিকল্পিত, জানিয়েছেন স্বস্তিকা। ইভেন্টের একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আনপ্লানড টুইনিং…’ এরপর সাদা হৃদয়ের চিহ্ন এঁকে সৃজিতকে ট্যাগ করেন তাঁর ‘টেক্কা’ অভিনেত্রী।
অতি উত্তমের পর সৃজিতের আগামি প্রোজেক্ট টেক্কা। এই ছবিতে দেব-রুক্মিণীর পাশাপাশি দেখা মিলবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। শাহজাহান রিজেন্সির পর ফের সৃজিতের ছবিতে স্বস্তিকা। প্রাক্তন সৃজিতের টেক্কায় অভিনয় করা প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে স্বস্তিকা জানিয়েছেন, ‘আমাদের বন্ধু-বান্ধবরা আলোচনা করি, ‘বিয়ের পাঁচ বছর পরেই স্বামী-স্ত্রী ভাই-বোন হয়ে যায়’। সৃজিত আমার প্রাক্তন ছিল, ১০ বছর আগে। তাহলে এতদিনে আমরা কী হতে পারি? স্বামী-স্ত্রী যেখানে ভাইবোন হয়ে যায়। ১০ বছর আগের সম্পর্ককে প্রাক্তন তো বলা যায় না! আমার সাথে খুবই সখ্য রয়েছে। ইভেন্টে যাই, কথাবার্তা হয়। হতে পারে ২০২৪-এ আমি সৃজিতের সাথে আরকেটা ছবি করলাম। ১০ বছরে মানুষ মারা গেলে তাদের আরেক জন্ম হয়ে যায়। প্রাক্তন শব্দটা তো মাথায় বা মনে, আসার মতো জায়গাটাই আর নেই।’
সদ্য মুক্তি পেয়েছে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের লাভ, সেক্স অউর ধোঁকা ২, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে স্বস্তিকাকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘নিখোঁজ ২’, এছাড়া এই বছরেই অভিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন স্বস্তিকা। সেই নিয়ে দারুণ উত্তেজিত নায়িকা।