২০ ডিসেম্বর ৭ বছরে পা দিল ছোট্ট তৈমুর। করিনা কাপুর খান এবং সইফ আলি খানের বড় ছেলে তৈমুর আরও একটু বড় হল। আর ভাইপোর জন্মদিন উপলক্ষ্যে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করে তৈমুরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পিসি সোহা আলি খান। তিনি একটি আদুরে ভিডিয়ো পোস্ট করেন এদিন যেখানে তৈমুরের পাশে তার পিসতুতো বোন ইনায়াকেও দেখা যাচ্ছে। আছেন করিনা কাপুর খান, সইফ আলি খানও।
সোহা আলি খান যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে একটি বিছানায় দুই ভাই বোন, তৈমুর এবং ইনায়াকে বসে থাকতে দেখা যাচ্ছে। তারা দুজন হাত জড়ো করে শিব স্তোত্র পাঠ করছে। তাও গড়গড় করে। নেপথ্যেও সেই একই শিব স্তোত্র বেজে চলেছে।
আরও পড়ুন: একটা নয়, আরও দুটো ভাগ আসবে অ্যানিম্যালের! পরিচালকের কথায় 'অ্যানিম্যাল পার্কে একটা নয়, একসঙ্গে...'
আরও পড়ুন: বন্ধ হয়ে গেছিল হার্ট, শ্রেয়স বাড়ি ফিরতেই স্ত্রী লিখলেন 'বিপর্যয়' কাটিয়ে ওঠার গল্প
এই ভিডিয়োটি পোস্ট করে সোহা তার ক্যাপশনে লেখেন, 'তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই টিমটিম। সবাই প্লিজ শেষের ছোট্ট হাঁচিটা উপেক্ষা করবেন।'
সম্প্রতি করিনা এবং সইফ তাঁদের গোটা পরিবারকে নিয়ে হরিয়ানার গুরুগ্রাম জেলার পতৌদি শহরের পতৌদি প্যালেসে গিয়েছিলেন। সেখানে তাঁরা সবাই ছুটি কাটিয়ে কিছুদিন আগেই ফিরেছেন। সেখান থেকে একাধিক ছবি পোস্ট করে করিনা লেখেন, 'আমাদের বাগানের মাক্কির রোটি, সর্ষের শাক। এগুলোই আমাদের পছন্দের জিনিস।'
আরও পড়ুন: ক্যাটরিনার মেরি ক্রিসমাসের ট্রেলার ফেরাল অন্ধাধুনের স্মৃতি, পরতে পরতে লুকিয়ে রহস্য-উত্তেজনা
কে কী বলছেন?
সাবা পতৌদি লেখেন, 'আমার সোনাগুলো। শুভ জন্মদিন টিমটিম। ভালোবাসা নিও।' অভিনেত্রী সায়নী গুপ্তাকেও এখানে কমেন্ট করতে দেখা যায়। এছাড়া করিনা, সইফের অনেক অনুরাগীরাও তৈমুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।