তেজা সজ্জার ছবি হনুমান মাত্র সাতদিনে বিশ্বজুড়ে ১৫০ কোটি টাকা আয় করে ফেলেছে। সম্প্রতি জুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তেজা সজ্জা এই ছবির সাফল্য থেকে শুরু করে তার সিক্যুয়েল, ইত্যাদি নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে জানান এক ছবির শুটিং চলাকালীন তিনি গুরুতর আহত হয়েছিলেন। তাঁর কয়েকটি হাড় ভেঙেছে, ডান চোখের কর্নিয়া প্রজন্ট নষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত প্রশান্ত ভার্মা এই সায়েন্স ফিকশন ছবিটির পরিচালনা করেছেন। (আরও পড়ুন: 'এত কেন ভাবেন?' ফাইটারের ট্রেলারের বিরোধিতা করে সরব পাক তারকারা, সপাটে জবাব দিয়ে কী বললেন পরিচালক? )
হনুমান ছবির শুটিং নিয়ে কী বললেন তেজা সজ্জা?
তেজা সজ্জা এই ছবির বিষয়ে বলেন, 'হ্যাঁ, আমি একাধিক হাড় ভেঙেছি এই ছবি করতে গিয়ে। এখনও ক্ষতগুলো আছে। আমার ডান চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।' এখন কেমন আছে তাঁর চোখ, সেরেছে? এই বিষয়ে অভিনেতা বলেন, 'এখনও সারেনি। ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আমার চরিত্রের জন্য লাল লেন্স ব্যবহার করা হয়েছিল আর তাতেই আমার কর্নিয়ার একদিক চিড়ে যায়। এছাড়া শুটিংয়ের সময় চোখে খুব ধুলো, পাথরের কুচি ঢুকতো। খুব কষ্ট হতো। ভালো করে দেখতে পাওয়ার জন্য আমাকে সার্জারি পর্যন্ত করতে হয়েছে। কিন্তু হ্যাঁ, যত কষ্ট হোক আমি শুটিংয়ের প্রতিটা মুহূর্ত খুব উপভোগ করছি। মানুষে বলে তাঁরা ছবির জন্য রক্ত ঘাম এক করেন, আমি বাস্তবে করেছি। হনুমান আমার কষ্ট, ভালোবাসা এবং সততার পরিণাম।'
হনুমান প্রসঙ্গে
হনুমান ছবিটির পরিচালনা করেছেন প্রশান্ত ভার্মা। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তেজা সজ্জাকে। তাঁর চরিত্রের নাম হনুমান্তু। এছাড়া অন্যান্য ভূমিকায় আছেন অমৃতা আইয়ার, বিনয় রাই, দীপক শেট্টি, প্রমুখ।