বাংলা নিউজ > বায়োস্কোপ > The Batman: ক্যানসারের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত ভাষ্যপাঠ শিল্পী 'ব্যাটম্যানের কণ্ঠ' কেভিন কনরয়

The Batman: ক্যানসারের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত ভাষ্যপাঠ শিল্পী 'ব্যাটম্যানের কণ্ঠ' কেভিন কনরয়

 কণ্ঠ হারাল ‘ব্যাটম্যান’

Kavin Conroy death: ব্যাটম্যানের চরিত্রের সঙ্গে যাঁর কণ্ঠস্বর অবিচ্ছেদ্য, প্রয়াত কিংবদন্তি ভাষ্যপাঠ শিল্পী কেভিন কনরয়। ব্যাটম্যান-এর সঙ্গে থেকে যাবে কেভিনের কণ্ঠস্বর।

কণ্ঠ হারাল ব্যাটম্যান। প্রয়াত ভাষ্যপাঠ শিল্পী কেভিন কনরয়। বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে মারন রোগ ক্যানসারে সঙ্গে লড়াই করছিলেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেভিন কনরয়ের কণ্ঠে প্রজন্মের পর প্রজন্ম বুঁদ হয়েছে ব্যাটম্যানে। 

শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ওয়ার্নার ব্রাদার্স। ‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’-এ ১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রের জন্য প্রথম কণ্ঠ শোনা গিয়েছিল তাঁর। ১৯৯৬ সাল পর্যন্ত চলেছিল সেই সিরিজ। তাঁর কণ্ঠস্বর ছাড়া অনেকেই ব্যাটম্যানের কথা ভাবতে পারতেন না। 

আরও পড়ুন: 'বাবা-মা থাকলে হয়তো আমার ছেলেমেয়ের মানুষ হওয়া দেখে…', শারজাহের অনুষ্ঠানে শাহরুখ

ব্যাটম্যান সম্পর্কিত ১৫টি সিনেমা এবং ৪০০টিরও বেশি টেলিভিশন পর্বে ভাষ্যদান করেছেন কেভিন। ব্যাটম্যানের চরিত্রের সঙ্গে তাঁর কণ্ঠস্বর মিলেমিশে এক হয়ে উঠেছিল। ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিয়ো গেমেও শিল্পীর কণ্ঠস্বর জুড়ে রয়েছে। কার্টুন সিরিজের পর ছবি, টেলিভিশন, দর্শকদের স্মৃতিতে শুধু কেভিনের কণ্ঠই স্মৃতি রয়ে গিয়েছে।

টেলিভিশনের পর্দা থেকে কেরিয়ার শুরু এই ভাষ্যপাঠ শিল্পীর। একসময় অভিনেতা হিসেবে কাজ করলেও, পরে নিজেকে ভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ব্যাটম্যানের হাত ধরেই। আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। কেভিনের জীবনাবসানের খবরে শোকার্ত ব্যাটম্যান ভক্তরা। ব্যাটম্যান-এর সঙ্গে থেকে যাবে কেভিনের কণ্ঠস্বর।

 

 

 

 

বন্ধ করুন