বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan: রামায়ণ থেকে সরে গেলেন রাবণ স্বয়ং! কেন নীতেশ তিওয়ারির ছবিতে থাকবেন না হৃতিক?

Hrithik Roshan: রামায়ণ থেকে সরে গেলেন রাবণ স্বয়ং! কেন নীতেশ তিওয়ারির ছবিতে থাকবেন না হৃতিক?

কেন নীতেশ তিওয়ারির ছবিতে থাকবেন না হৃতিক?

Hrithik Roshan: নীতেশ তিওয়ারির রামায়ণে রাবণের চরিত্রে অভিনয় করবেন না হৃতিক। কিন্তু কেন? এবার সেই কারণই প্রকাশ্যে এল।

গত পাঁচ বছর ধরে যে ছবি নিয়ে এত চর্চা, এত জল ঘোলা চলছে, সেই নীতেশ তিওয়ারির রামায়ণ থেকে সরে দাঁড়ালেন হৃতিক রোশন। তিনি আর এই ছবির অংশ নন বলেই জানা যাচ্ছে। তাঁকে রামায়ণে আর রাবণের চরিত্রে দেখা যাবে না। এই ছবির প্রযোজক মধু মন্টেনা রণবীর কাপুরকে রামের চরিত্র বেছেছেন এবং হৃতিককে রাবণের চরিত্রে। দুই অভিনেতাকে দিয়ে চুক্তিপত্র সইও করানো হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু এই ছবি নিয়ে এগোনোর কোনও নাম গন্ধ দেখা যাচ্ছে না, দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে, সেহেতু এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন হৃতিক।

বলি পাড়ার অন্দরের হাওয়ায় ভাসছিল যে নানা সমালোচনা, বিরূপ মন্তব্যের ভয়েই নাকি হৃতিক এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। অনেকেই ভাবছেন বিতর্কের ভয়ে বুঝি তিনি আর এই ছবির অংশ থাকতে চাইছেন না। কিন্তু সেই কথা সত্য নয়। হৃতিকের এক ঘনিষ্ঠ বন্ধু জানান এসব বিতর্ক, ইত্যাদির ভয়ে হৃতিক মোটেই এই ছবি থেকে সরে যাননি।

অভিনেতার সেই ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, 'হৃতিক চেয়েছিল এই রাবণের চরিত্রে অভিনয় করতে। আদতে কয়েক বছর আগে ওঁর প্রাক্তন শ্বশুর, সঞ্জয় খান ওকে একটি ছবির জন্য রামের চরিত্রে ভেবেছিলেন। অফারও করেছিলেন। কিন্তু সেই ছবিটা হয়নি। এখন হৃতিক এই ছবি থেকেও সরে দাঁড়ালেন। ওঁকে আর রাবণের চরিত্রে দেখা যাবে না। অন্যান্য কাজের জন্য উনি আর এই ছবিতে কাজ করবেন না।' তিনি আরও জানান, ' এখন হৃতিক প্রতি দুই বছরে একটা ছবি করতে চান না। বরং প্রতি বছর দুটো করে ছবি করতে চান।'

যেহেতু এখন আর হৃতিককে এই ছবিতে দেখা যাবে না, তাই ছবির নির্মাতারা নতুন রাবণের সন্ধান করছেন এখন। এছাড়া এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোনও।

বন্ধ করুন