টুকটুক করে ক্রমশ কমছে টাইগার ৩ ছবিটির আয়। ১৮ দিনে কোনও মতে এটি ২৭৫ কোটির গণ্ডি টপকেছে। যশরাজ স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি শাহরুখের পাঠানের মতো বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারল না সলমনের টাইগার ৩। দীপাবলির সময় মুক্তি পাওয়া সত্বেও খুব একটা বেশি বাড়ল না আয়ের পরিমাণ। ১৮ তম দিনে মোট ২ কোটি টাকা আয় করেছে এই ছবি।
টাইগার ৩ ছবির বক্স অফিস কালেকশন
দীপাবলির সময় ১২ নভেম্বর মুক্তি পেয়েছিল টাইগার ৩। মণীশ শর্মা পরিচালিত এই ছবিটি মুক্তির পর ১৮ তম দিনে বক্স অফিসে মাত্র ২ কোটি টাকা আয় করেছে বলেই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
প্রথম কদিন ছবিটি বেশ ভালোই ব্যবসা করেছে, কিন্তু তারপরও যেই একবার আয়ের গ্রাফ পড়তে শুরু করল সেটা সেভাবে আর ঘুরে দাঁড়াতেই পারল না। প্রথম দিন টাইগার ৩ বক্স অফিসে ৪৪.৫০ কোটি টাকা আয় করে। প্রথম সপ্তাহে ঘরে তোলে ১৮৭.৬৫ কোটি। তারপরের সপ্তাহ সেটা কমে যায় বেশ অনেকটাই। দ্বিতীয়ত সপ্তাহে সলমন খানের ছবি ৬৭.২২ কোটি আয় করে।
আরও পড়ুন: কিসি কা ভাই কিসি কী জানের ভরাডুবির পরও ছবির পাশে সলমন, সাফাই গেয়ে বললেন, 'পরেরবার থেকে...'
এর পর তৃতীয় সপ্তাহের প্রথম এবং দ্বিতীয় দিন এটি যথাক্রমে ৩.৮১ এবং ৫.৭৭ কতিব্যাকা আয় করে। মুক্তির পর পনের, ষোলো এবং সতেরো তম দিনে এটি ৬.৭৫, ২.৮ এবং ২.০৫ কোটি টাকা আয় করেছে। অবশেষে আঠারো ত্বক দিনে, বুধবার এটি ২ কোটি টাকা আয় করেছে বলেই মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে। ফলে আঠারো দিন পর বক্স অফিসে সলমন খানের এই ছবিটি মোট ২৭৮.০৫ কোটি টাকা রোজগার করেছে বলেই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
টাইগার ৩ প্রসঙ্গে
টাইগার ৩ ছবিটির পরিচালনা করেছেন মণীশ শর্মা। এটি হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। এখানে আবার ছয় বছর পর টাইগার হয়ে ফিরেছেন সলমন খান। সঙ্গে আছেন জোয়া ক্যাটরিনা কাইফ। খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে ইমরান হাশমি। এর আগে টাইগার ফ্র্যাঞ্চাইজির এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় মুক্তি পেয়েছে। এবার এল টাইগার ৩। এটি যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন ছবি।