বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আমাদের ইন্ডাস্ট্রিই টার্গেট ’, বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মমতার উলটো সুর রাজের গলায়!

‘আমাদের ইন্ডাস্ট্রিই টার্গেট ’, বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মমতার উলটো সুর রাজের গলায়!

বিস্ফোরক রাজ চক্রবর্তী  (ছবি-ফেসবুক)

Raj Chkraborty on The Kerala Story: সিনেমার পক্ষে সওয়ার তৃণমূল বিধায়কের, ‘রাজ অন্তত শিরদাঁড়ার দামটুকু জানে’ সমর্থনে গলা তুললেন রুদ্রনীল। 

সোমবারই ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষিত হয়েছে রাজ্যে। ধর্মান্তকরণের এই ছবি রাজ্যে প্রদর্শিত হলে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে রাজ্য সরকার ব্যান করেছে পরিচালক সুদীপ সরকারের এই ছবিকে। মমতার বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় সবমহলে। এবার এই প্রসঙ্গে মুখ খুলে বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। 

সিনেমার পক্ষেই আওয়াজ তুললেন ব্যারাকপুরের বিধায়ক। রাজ বলেন, ‘এক-একটি রাজনৈতিক দলের এক-এক ধরনের স্ট্র্যাটেজি থাকে, নানাভাবে দলকে পরিচালনা করা হয়। সেক্ষেত্রে মানুষকে যেভাবে মোটিভেশন করা যায়, সেটা দল ভালোভাবে জানে। সেই নিয়ে সব থেকে বেশি আমাদের ইন্ডাস্ট্রিকেই সব জায়গায় টার্গেট করা হয়। আমাদেরই সব জায়গায় নানা ধরনের বিষয়ে ব্যবহার করা হয়।’ রাজের এই মন্তব্যকে ‘দলবিরোধী’ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দলনেত্রী যেই ছবিকে ব্যান করেছেন, সেই প্রসঙ্গে রাজের এই মন্তব্যে দলের অন্দরে শোরগোল পড়েছে। 

রাজের বিশেষ বন্ধু তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রাজকে সমর্থন জানিয়ে বলেন, ‘রাজ চক্রবর্তীর মতো অনেকেই রয়েছেন, যাঁরা শিরদাঁড়ার দামটুকু জানেন’। রুদ্রনীলের সংযোজন, ‘রাজ চক্রবর্তীর পরিচয় তো তৃণমূল পার্টির জন্য হয়নি, রাজ চক্রবর্তীকে পরিচালক বানিয়েছেন মানুষ, তাঁর পরিশ্রমের মধ্যে দিয়েই।’ সেন্সর বোর্ড যে ছবিকে প্রদর্শনের জন্য ছাড়পত্র দিয়েছে তা সরকার এইভাবে আটকাতে পারে না, জোর গলায় বললেন রুদ্রনীল। 

এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে জানান, ‘রাজ চক্রবর্তী জনপ্রিয়-প্রতিষ্ঠিত পরিচালক। উনি ওঁনার কথা বলেছেন। সিনেমাকে ব্যবহার করে মানুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি করার যে খেলা চলছে, উনি নিশ্চিতভাবে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন’। 

মমতা সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ ‘দ্য কেরালা স্টোরি'র নির্মাতারা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছেন তাঁরা। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বাংলার সরকারকে, আর্জি টিম ‘দ্য কেরালা স্টোরি’র। ছবির প্রযোজক বিপুল শাহ ই-টাইমসকে জানান, ‘কোন রাজনৈতিক দল কী ভাবছে সেটার ভবিষ্যতবাণী করে তো আমি ছবি বানাবো না। সেটা তো তারাই পরিষ্কার করে জানাবে। যদি কোনও রাজ্য সরকার এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করে, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পরেও তাহলে তাদেরকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে যে কেন তারা এই নিষেধাজ্ঞা চাপালো’। 

সোমবার বিকালে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে দিয়ে জানানো হয়, 'রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ' দ্য কেরালা স্টোরি' চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত'।

বাংলায় নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরেও থেমে নেই বক্স অফিসে এই ছবির স্বপ্নউড়ান। মঙ্গলবার  প্রায় ১১ কোটি টাকার ব্যবসা হাঁকিয়েছে এই ছবি। এখন পর্যন্ত মুক্তির প্রথম পাঁচ দিনে ৫৬.৮৬ কোটি টাকা আয় করেছে ‘দ্য কেরালা স্টোরি’। 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.