বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আমাদের ইন্ডাস্ট্রিই টার্গেট ’, বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মমতার উলটো সুর রাজের গলায়!

‘আমাদের ইন্ডাস্ট্রিই টার্গেট ’, বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মমতার উলটো সুর রাজের গলায়!

বিস্ফোরক রাজ চক্রবর্তী  (ছবি-ফেসবুক)

Raj Chkraborty on The Kerala Story: সিনেমার পক্ষে সওয়ার তৃণমূল বিধায়কের, ‘রাজ অন্তত শিরদাঁড়ার দামটুকু জানে’ সমর্থনে গলা তুললেন রুদ্রনীল। 

সোমবারই ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষিত হয়েছে রাজ্যে। ধর্মান্তকরণের এই ছবি রাজ্যে প্রদর্শিত হলে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে রাজ্য সরকার ব্যান করেছে পরিচালক সুদীপ সরকারের এই ছবিকে। মমতার বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় সবমহলে। এবার এই প্রসঙ্গে মুখ খুলে বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। 

সিনেমার পক্ষেই আওয়াজ তুললেন ব্যারাকপুরের বিধায়ক। রাজ বলেন, ‘এক-একটি রাজনৈতিক দলের এক-এক ধরনের স্ট্র্যাটেজি থাকে, নানাভাবে দলকে পরিচালনা করা হয়। সেক্ষেত্রে মানুষকে যেভাবে মোটিভেশন করা যায়, সেটা দল ভালোভাবে জানে। সেই নিয়ে সব থেকে বেশি আমাদের ইন্ডাস্ট্রিকেই সব জায়গায় টার্গেট করা হয়। আমাদেরই সব জায়গায় নানা ধরনের বিষয়ে ব্যবহার করা হয়।’ রাজের এই মন্তব্যকে ‘দলবিরোধী’ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দলনেত্রী যেই ছবিকে ব্যান করেছেন, সেই প্রসঙ্গে রাজের এই মন্তব্যে দলের অন্দরে শোরগোল পড়েছে। 

রাজের বিশেষ বন্ধু তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রাজকে সমর্থন জানিয়ে বলেন, ‘রাজ চক্রবর্তীর মতো অনেকেই রয়েছেন, যাঁরা শিরদাঁড়ার দামটুকু জানেন’। রুদ্রনীলের সংযোজন, ‘রাজ চক্রবর্তীর পরিচয় তো তৃণমূল পার্টির জন্য হয়নি, রাজ চক্রবর্তীকে পরিচালক বানিয়েছেন মানুষ, তাঁর পরিশ্রমের মধ্যে দিয়েই।’ সেন্সর বোর্ড যে ছবিকে প্রদর্শনের জন্য ছাড়পত্র দিয়েছে তা সরকার এইভাবে আটকাতে পারে না, জোর গলায় বললেন রুদ্রনীল। 

এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে জানান, ‘রাজ চক্রবর্তী জনপ্রিয়-প্রতিষ্ঠিত পরিচালক। উনি ওঁনার কথা বলেছেন। সিনেমাকে ব্যবহার করে মানুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি করার যে খেলা চলছে, উনি নিশ্চিতভাবে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন’। 

মমতা সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ ‘দ্য কেরালা স্টোরি'র নির্মাতারা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছেন তাঁরা। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বাংলার সরকারকে, আর্জি টিম ‘দ্য কেরালা স্টোরি’র। ছবির প্রযোজক বিপুল শাহ ই-টাইমসকে জানান, ‘কোন রাজনৈতিক দল কী ভাবছে সেটার ভবিষ্যতবাণী করে তো আমি ছবি বানাবো না। সেটা তো তারাই পরিষ্কার করে জানাবে। যদি কোনও রাজ্য সরকার এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করে, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পরেও তাহলে তাদেরকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে যে কেন তারা এই নিষেধাজ্ঞা চাপালো’। 

সোমবার বিকালে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে দিয়ে জানানো হয়, 'রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ' দ্য কেরালা স্টোরি' চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত'।

বাংলায় নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরেও থেমে নেই বক্স অফিসে এই ছবির স্বপ্নউড়ান। মঙ্গলবার  প্রায় ১১ কোটি টাকার ব্যবসা হাঁকিয়েছে এই ছবি। এখন পর্যন্ত মুক্তির প্রথম পাঁচ দিনে ৫৬.৮৬ কোটি টাকা আয় করেছে ‘দ্য কেরালা স্টোরি’। 

 

বায়োস্কোপ খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.