চর্চায় থাকতে ভালোবাসেন নুসরত জাহান। টলিপাড়ার এই স্পষ্টবক্তা নায়িকা জীবন বাঁচেন নিজের শর্তে। স্বল্প পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিয়ো পোস্ট করে হামেশাই বিতর্ক উস্কে দেন নুসরত। কিন্তু তাতে থোড়াই কেয়ার! বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিয়ো পোস্ট করলেন নুসরত। সেখানে ফের একবার সুপার হট অবতারে ধরা দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ।
‘পাঠান’ জ্বরে কাবু গোটা দেশ। নুসরতই বা বাদ যান কী করে! দীপিকার ‘বেশরম রং’ গানে মঞ্চ কাঁপালেন নুসরত। এক বিজ্ঞাপনী সংস্থার প্রচারের মুখ নুসরত। সেই সংস্থার এক অনুষ্ঠানেই মঞ্চে ডান্স পারফর্ম্যান্স করেন নুসরত। সেই অনুষ্ঠানের টুকরো ঝলকই ইনস্টায় পোস্ট করেছেন নায়িকা।
পরনে সাদা ঝালর লাগানো নীল রঙা গ্লিটারি করসেট টপ আর প্যান্ট। খোলা চুল আর গলায় স্টোনের কাজ করা চোকারে গ্ল্যামারাস লুকে নুসরত জাহান। স্টেজের জন্য মানানসই হেভি মেকআপেই ধরা দিয়েছেন অভিনেত্রী। শুরুতে দেখা গেল মেক আপ করতে করতে খাওয়ায় মন নুসরতের। ডায়েট ভুলে কখনও ডালমুট তো কখনও স্যান্ডউইচে কামড় বসালেন। এরপর মঞ্চে উঠে শাহরুখ-দীপিকার হিট গানের তালে পা মেলালেন। দীপিকার হুক স্টেপ ম্যাচ করতে দেখা গেল এই টলি সুন্দরীকে।
ভিডিয়োর কমেন্ট বক্সে আগুনের ইমোজি এঁকেছেন মিমি চক্রবর্তী। ‘বোনুয়া’র এমন সিজলিং হট ডান্স দেখে মুগ্ধ মিমি, তা বুঝিয়ে দিয়েছেন। শুধু দীপিকাই নয়, এদিন নোরা ফতেহি-র নাচ মেরি রানি-র তালেও উদ্দাম নাচতে দেখা গেল নুসরতকে। নায়িকা নাচ দেখে অনেকেই প্রশংসা করেছেন, আবার কেউ কেউ তাঁকে পরামর্শ দিয়েছেন দীপিকাকে কপি করার চেষ্টা না করতে। ‘চাইলেও দীপিকার মতো নাচতে পারবে না’ এমনটাও বলতে ছাড়েননি অনেকে।
‘রেশরম রং’ বিতর্কে শুরু থেকেই দীপিকা ও শাহরুখের পাশে দাঁড়িয়েছেন নুসরত। গেরুয়া শিবিরকে পালটা বিঁধতেও ছাড়েননি নুসরত। অভিনেত্রী গত মাসেই এক সাক্ষাৎকারে বলেন, 'কিছু মানুষের সবকিছুতেই যেন সমস্যা রয়েছে। তাঁদের মহিলাদের হিজাব পরা নিয়ে সমস্যা রয়েছে। আবার বিকিনি পরা নিয়েও প্রবলেম।' 'বেশরম রং' বিতর্ক ইচ্ছাকৃত তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন তারকা সাংসদ। তিনি সেইসময় জানান, 'এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। ক্ষমতায় থাকা দল সবসময়ই এমন কিছু সমস্যা তৈরি করতে চায়। এদের ধর্মীয়, আধ্যাত্মিক কোনও বক্তব্যই নেই। এটা একেবারেই পরিকল্পিত ষড়যন্ত্র। তাই ওরা সংস্কৃতি, মহিলাদের বিকিনি পরা নিয়ে কথা বলে।'