বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh-Rishav Basu: ‘বাপুজি কেকে মোমবাতি গুঁজে…’, কেমন করে জন্মদিন পালন করেন অরিজিৎ? শোনালেন ঋষভ

Arijit Singh-Rishav Basu: ‘বাপুজি কেকে মোমবাতি গুঁজে…’, কেমন করে জন্মদিন পালন করেন অরিজিৎ? শোনালেন ঋষভ

অরিজিৎ সিং-এর জন্মদিন পালনের অভিজ্ঞতা শেয়ার করলেন ঋষভ। 

একটি মিউজিক ভিডিয়োয় একসঙ্গে কাজ করেছেন ঋষভ আর অরিজিৎ। সেই সময় এই বিখ্যাত গায়ককে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন শ্রীকান্ত-অভিনেতা। একসঙ্গে পালন করেছিলেন অরিজিতের জন্মদিনও। ভাগ করে নিলেন সেই অভিজ্ঞতা। 

জেন এক্স বা ওয়াইয়ের কাছে বড় একটা ইমোশন অরিজিৎ সিং-এর গান। প্রেম ভাঙা হোক বা নতুন করে প্রেমে পড়া, অথবা পার্টি সং, অরিজিৎ আছেন সবেতেই। অরিজিতকে নিয়ে ভক্তদের মাতামাতি এখন তো দেশ ছাড়িয়ে বিদেশেও। কনসার্টে পিন ফেলারও জায়গা থাকে না। তবে যেই অরিজিতকে নিয়ে এত মাতামাতি, সেই জিয়াগঞ্জের ছেলেটা কিন্তু বরাবরই নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতে ভালোবেসেন। তবে তাতে তো আর ভক্ত মনের আশ মেটে না। সম্প্রতি ‘শ্রীকান্ত’-খ্যাত অভিনেতা ঋষভ বসু-র থেকেই জানা গেল কীভাবে জন্মদিন পালন করেন অরিজিৎ।

সুনিধি চৌহান-এর কন্ঠে, অরিজিৎ সিংহের কম্পোজিশনে 'বরখা' গানের মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছিল ঋষভকে। শ্রীকান্ত বেরনোর পরই হঠাৎ করে ঋষভের কাছে এসেছিল সেই মিউজিক ভিডিয়োতে অভিনয় করার সুযোগ। প্রিয়া গায়কের সঙ্গে কাজ করার সুযোগ একেবারে লুফে নেন তিনি। জিয়াগঞ্জের মাঠেঘাটেই হয়েছিল শ্যুট। সেই অভিজ্ঞতা একাধিকবার ঋষভের কথায় উঠে এসেছে। আরও পড়ুন: ছড়াবে মুসলিম বিদ্বেষ! ‘রাজাকার’এর টিজার নিয়ে সেন্সর বোর্ডে তেলেঙ্গানার মন্ত্রী

ঋষভের কথায় জিয়াগঞ্জের অরিজিতের বাড়িতে প্রবেশ করে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না এতবড় তারকার বাড়ি এটা। ঘরসজ্জায় কোনও বাহুল্য নেই, একেবারে ছিমছাম। তবে আছে অনেক আদর-ভালোবাসা। তাই সেই বাড়িতে পা রেখেই ঋষভের মনে হচ্ছিল ‘কোনও দাদার বাড়িতে’ এসেছেন। আরও পড়ুন: একাকী জঙ্গলের তাঁবুতে! নবনীতা-স্নেহাল বিতর্ক থেকে দূরে, কোথায় গেলেন জিতু?

শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন অরিজিত সিং নিজেও। সেটাই ছিল অরিজিতের সঙ্গে ঋষভের প্রথম আলাপ। ‘শ্রীকান্ত’-অভিনেতা জানিয়েছেন কখনও শট ডিসকাস করছেন গোটা টিমের সঙ্গে, কখনও শ্যুটের জন্য আনা রেন পাইপ নিজের হাতে তুলে নিচ্ছেন, আবার কখনও ক্যামেরা নিয়ে শুয়ে পড়ছেন রাস্তায়। আরও পড়ুন: একটুর জন্য মিস ৫০০ কোটি! সোমবার ‘জওয়ান’ পিছিয়ে গেল দৌড়ে, কত আয় দ্বাদশ দিনে?

'বরখা'-র শ্যুটের মাঝেই ছিল অরিজিত সিং-এর জন্মদিন। প্রথম কলকাতা-কে ঋষভ জানালেন, ‘জন্মদিনের কোনও আহামরি ছিল না। শ্যুটিয়ের জন্য আনা কিছু কেক রয়ে গিয়েছিল। সেই কেকে মোমবাতি গুঁজে তা কেটেই সবাই মিলে খেলাম। তারপর বসে ছাদে আধা ঘণ্টা গল্প করলাম। ওটাই জীবনের বড় পাওনা। অত কাছ থেকে মানুষটাকে দেখা। গল্প করা। ওই মুহূর্তগুলোই থেকে যাবে। সঙ্গে মিউজিক ভিডিয়োটাও সকলের ভালো লেগেছে, জনপ্রিয়তা পেয়েছে, সেটাই সেলিব্রেশন।’

বন্ধ করুন