বাংলা নিউজ > বায়োস্কোপ > Tollywood Actress: বাংলার জনপ্রিয় সিরিয়ালের নায়িকা, জন্মদিনে বন্ধুদের মধ্যমণি, বলুন তো কে?

Tollywood Actress: বাংলার জনপ্রিয় সিরিয়ালের নায়িকা, জন্মদিনে বন্ধুদের মধ্যমণি, বলুন তো কে?

জন্মদিনে বন্ধুদের সঙ্গে কেক কাটতে ব্যস্ত টলিউড অভিনেত্রী। 

সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি। ছেলেবেলায় এভাবেই কেক কাটছিলেন বন্ধুদের মধ্যমণি হয়ে। পারলেন ছবি দেখে চিনতে?

জন্মদিনে সবার মধ্যমণি হয়ে কেক কাটতে আপনারও নিশ্চয়ই খুব ভালো লাগে। টলিউডের এই নায়িকার ছোটবেলার মুখখানা দেখলেও বুঝবেন আনন্দে একেবারে আটখানা। ঘিরে রয়েছে বন্ধুরা। তিনি পরে আছেন একটি সাদা ফ্রক, যাতে নীল রঙের কাজ। চুলগুলো একেবারে ছোট-ছোট করে কাটা। 

দেখে চিনতে পারলেন কার ছবি এটা?  টলিউডের খুব জনপ্রিয় মুখ তিনি। সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ, তিন মাধ্যমেই চুটিয়ে কাজ করছেন। আর তার সিরিয়াল এখন অন্যতম জনপ্রিয়। এই তো কদিন আগেই ধারাবাহিকের একটা দৃশ্য নিয়ে কত না বিতর্ক হল। 

দুটি বিয়ে করেছেন। প্রথম বিয়ে ছিল টলিউডের এক গায়ককে। দ্বিতীয় বরের নাম অভিমন্যু। পারলেন এবার চিনতে?

ঠিকই ধরেছেন ছবিখানা মানালি দে-র। যাকে বর্তমানে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলের চরিত্রে। তার আগে ফুলঝুরি হিসাবে দর্শকদের মন কেড়েছিলেন। প্রথম থেকেই রয়েছে কার কাছে কই মনের কথা চর্চায়। যা পাড়ার বউদের বন্ধুত্ব দেখানো দিয়ে শুরু হলেও, বর্তমানে ফোকাস শাশুড়ি-বউমার দ্বন্দ্বে। ধারাবাহিক ইতিমধ্যেই উঠে এসেছে বৈবাহিক ধর্ষণ, ফুলশয্যার খাটে মা-ছেলের শুয়ে থাকার মতো নানা সংবেদনশীল বিষয়। 

২০১২-র ২৯ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন মানালি দে। ভালোবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু ২০১৬-তে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। ২০২০ সালের ১৫ই অগস্ট পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে বিয়ে করেন মালানি। সদ্যই তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন দুজনে। আরও পড়ুন: একসঙ্গে বড় পর্দায় শাহরুখ-সুহানা, মেয়ে-বাবা নয়, বরং সম্পর্কটা বেশ খটমট!

২০০৯ সালের ধারাবাহিকর ‘বউ কথা কউ’ দিয়ে জনপ্রিয়তা পান মানালি। এরপর সখী, ভুলে যেও না প্লিজ, নকশি কাঁথা-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। মানালির যে সিনেমাগুলি বক্স অফিসে সাফল্য পায় তার মধ্যে রয়েছে প্রাক্তন আর গোত্র। সম্প্রতি গোরা ২ ওয়েব সিরিজেও দেখা মিলেছে তাঁর। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিমুলের চরিত্রের সঙ্গে মানালির কতটা তফাত তা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ‘আমি নিজেও মনের মধ্যে কোনও কথা চেপে রাখি না। যেটা সঠিক মনে হয় সেটাই বলি। শিমুলও তাই। ও অন্যায়ের প্রতিবাদ করে নিজের মতো করে। প্রতিবাদ করা মানে কিন্তু সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া নয়। সংসারটা ধরে রেখে নিজের জায়গাটা ধরে রেখে কীভাবে লড়াই করতে হয়, সেটা আমরা শিমুলের থেকে শিখতে পারি।’

 

বন্ধ করুন