বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকাটা মোটামুটি সকলের জানা। আপাতত হিন্দি ভাষায় সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘জওয়ান’। শাহরুখ খানের সিনেমা মোট তিনটে ভাষায় মুক্তি পেয়েছিল বক্স অফিসে-- হিন্দি, তামিল আর তেলেগু। ছবির দেশব্যপী আয় ৬০০ কোটি হলেও, হিন্দি ভাষায় ব্যবসা করেছে এই সিনেমা ৫৫০ কোটির। দ্বিতীয় নম্বরে রয়েছে ‘গদর ২’। সানি দেওলের ছবির আয় ৫২৫ কোটি। সামান্য পিছনে ‘পাঠান’ ৫২৪ কোটিতে। ৪ নম্বরে বাহুবলী। এই ছবির হিন্দি ভার্সন ভারতে ব্যবসা করে ৫১১ কোটি। আর তারপরেই আছে কেজিএফ ২। যার হিন্দি ভাষায় আয় ৪৩৪ কোটি।
বলিউডে যেমন সেরা পাঁচ ছবির তালিকায় নাম রয়েছে শাহরুখ খান, সানি দেওল, প্রভাস-এর মতো নায়কদের। বাংলার তালিকাটা কিন্তু একেবারে আলাদা। সর্বকালের সেরা পাঁচে শুধুই অভিনেতা-সাংসদ দেব-এর জয়জয়কার। জিৎ থেকে প্রসেনজিৎ, কারও ছবিই নেই সেরা পাঁচে। আরও পড়ুন: মেয়ে সানা যদি ক্রিকেটারের প্রেমে পড়ে? ‘শক্ত প্রশ্নে’ হোঁচট খেলেন সৌরভ, অনেক ভেবে কী জবাব দিলেন দাদা!
টলিবাংলা বক্স অফিসের একটি পোস্ট অনুসারে, টলিউড অর্থাৎ বাংলা থেকে সেরা পাঁচে-র তালিকায় প্রথমেই রয়েছে ‘আমাজন অভিযান’। ২০১৩ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘চাঁদের পাহাড়’-এর সঙ্গে মিল রেখে চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব হিসেবে এটি তৈরি করা হয়েছিল ২০১৭ সালে। প্রায় ৫০ কোটি আয় করে এই সিনেমা।
দুই নম্বরে রয়েছে ‘চাঁদের পাহাড়’। এই ছবির সর্বকালীন আয় বক্স অফিসে ২১ কোটি। তিন নম্বরে রয়েছে দেব-মিঠুনের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রজাপতি’। কম বিতর্ক হয়নি এই ছবিকে ঘিরে। বিজেপি-তে থাকা মিঠুনকে নেওয়ায় ছবিকে নন্দনে প্রদর্শনের সুযোগই দেওয়া হয়নি। তবে তাতে কি আর আটকানো যায় দর্শককে! বরং বিতর্ক যত বেড়েছে হলে লোকও ততই হয়েছে। এই ছবির সর্বকালীন আয় দেশে ১৪ কোটি। আরও পড়ুন: ‘শোভনের মতো পুরুষ তৈরি করা ভগবান বন্ধ করে দিয়েছে’! ১টা চাইলে ৩টে শাড়ি পান বৈশাখী উপহারে

টলিউড ও বলিউডের সেরা পাঁচ।
চারে রয়েছে ‘পাগলু’। ২০১১ সালের সিনেমা এটি। দেবের সঙ্গে নায়িকা হিসেবে রয়েছেন কোয়েল। এই ছবির আয় ১০ কোটি। আর পাঁচেও কিন্তু সেই দেব-ই। জায়গা পেয়েছে ‘পরাণ যায় জ্বলিয়া রে’। ২০০৯ সালের সুপার হিট সিনেমা এটি। ২০০৭ সালের হিন্দি সিনেমা নমস্তে লন্ডনের পুনঃনির্মান করেন রবি কিনাগী। এই ছবির আয় ছিল ৯.৫০ কোটি।