কয়েক মাস ধরেই টলিপাড়ার গুঞ্জন যে ২ বছর হতে না হতেই বিচ্ছেদ হতে চলেছে নীল ভট্টাচার্য আর তৃণা সাহার সম্পর্কে। এই নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন তৃণা। তবে তাতেও গুঞ্জনে বাধা আসেনি। মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডে-র দিন এক সংবাদমাধ্যমের কাছে ফের নীল আর তাঁর সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা গেল ‘বালিঝড়’ অভিনেত্রীকে।
ভ্যালেন্টাইন্স ডে স্পেশ্যাল অনুষ্ঠানে তৃণা কথা বললেন নীলকে নিয়ে। তাঁকে বলতে শোনা গেল, ‘সোশ্যাল মিডিয়ায় কোনও বিশেষ দিনে পোস্ট না করলেই নানা ধরনের কথা ওঠে আজকাল। আমি সত্যিই এর কারণ জানি না। কই আমাদের মা-বাবারা তো একে-অপরকে কবে লাস্ট আইলাভইউ বলেছেন, তাও তাঁরা ভুলতে বসেছেন। তারপরেও একে-অপরের সঙ্গে সংসার করছেন। একসঙ্গে ভালো আছে। আর ওঁরাই তো আমাদের প্রেরণা।’
এরপর তৃণা আরও পরিষ্কার করে দিয়ে বলেন, ‘এমন কিছু জিনিস থাকে যা আমরা সবার সামনে আনতে চাই না। আমরা উদযাপন করলাম কি করলাম না, ছবি দিলাম কি দিলাম না, সেটা নিয়ে আমার আর নীলের ব্যক্তিগত জীবনটা বিচার করবেন না প্লিজ। এটা আমার তরফ থেকে আপনাদের অনুরোধ। কারণ এই খবরে আমাদের কাছের মানুষের আঘাত পায়। আমার আর নীলের পরিবার অনেক বড়। আমাদেরও অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। কারও বিষয়ে লেখার আগে একবার ভেবে দেখবেন তাঁরাও মানুষ। আপনার কাছের মানুষের ব্যাপারে যদি এরকম বলা হয় আপনার ভালো লাগবে?’
ভ্যালেন্টািন্স ডে-র দিন নিন্দুকদের জবাব দিয়েছেন নীল নিজেও। তাঁর আর তৃণার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘প্রেমদিবস স্পেশাল। এখন ছবি দেওয়া খুব গুরুত্বপূর্ণ। নাহলে অনেক কথা হবে।’
কাজের সূত্রে, চলতি মাসেই তৃণা ফিরেছেন ফের ছোট পরদায়। তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার বালিঝড় ধারাবাহিকে। যা ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি। সঙ্গে কৌশিক রায় আর ইন্দ্রাশিস রায়। অন্যদিকে, নীলকে দেখা যাচ্ছে বাংলা মিডিয়াম-এ। সেখানে তিনি জুটি বেঁধেছেন তিয়াসা রায়ের সঙ্গে। টিআরপি তালিকাতেও ভালো ফল করেছে নীলের মেগা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)