গত সপ্তাহেই টপার পজিশন হাতছাড়া হয়েছিল অনুরাগের ছোঁয়ার। সেই জায়গা নিজের দখলে নিয়েছিল জগদ্ধাত্রী। তবে এক সপ্তাহে যেই কে সেই! ফের বেঙ্গল টপার খেতাব চলে গেল সূর্য আর দীপার কাছেই। অবশ্য মাত্র ১ নম্বরের ফারাকে। দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রী পেয়েছে ৮.১ আর অনুরাগের ছোঁয়ার ঝুলিতে ৮.২। একেবারে কাঁটায় কাঁটায় টক্কর।
তিন, চার কিংবা পাঁচে কারা তা বলার আগে একটা খরাপ খবর নিম ফুলের দর্শকদের জন্য। হঠাৎ করে টিআরপি অনেকটাই কমল এই মেগার। রুবেলের অ্যাক্সিডেন্টের পর থেকে পর্দা থেকে প্রায় গায়েবই সৃজন। পর্ণা ওরফে পল্লবী এতদিন টেনে রাখলেও, বাঁচানো গেল না চলতি সপ্তাহে। ৬.৬ পাওয়ায় জায়গা হল না সেরা পাঁচেও।
তিনে রয়েছে ফুলকি। চার ও পাঁচ নম্বরে রাঙা বউ আর সন্ধ্যাতারা। শ্রুতির রাঙা বউ অনেকদিন ধরেই বেশ পাকাপোক্ত একটা জায়গা ধরে রেখেছে। সেই হিসেবে সন্দ্যাতারা-র এন্ট্রি বরং নতুন। গত সপ্তাহেই জায়গা পায় সেরা পাঁচে। এই সপ্তাহে জায়গা নড়়চড় না হলেও বাড়ল নম্বর। ৬.৪ থেকে বেড়ে হল ৬.৯।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.২)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.১)
তৃতীয়- ফুলকি (৭.৬)
চতুর্থ- রাঙা বউ (৭.২)
পঞ্চম- সন্ধ্যাতারা (৬.৯)
ষষ্ঠ- নিম ফুলের মধু (৬.৬)
সপ্তম- বাংলা মিডিয়াম (৬.৫)
অষ্টম- হরগৌরী পাইস হোটেল (৬.৪)
নবম- খেলনা বাড়ি (৬.৩)
দশম- তুঁতে (৫.৯)/ কার কাছে কই মনের কথা (৫.৯)
এই সপ্তাহে রামপ্রসাদের কাছে স্লট হারিয়েছে গৌরী এলো। গত বারের তালিকায় থাকা সত্ত্বেও সেরা দশ থেকে বেরিয়ে গিয়েছে যে ধারাবাহিকরাকা তাতে রয়েছে এক্কা দোক্কা, ইচ্ছে পুতুল। মুকুটের অবস্থা তো বেশ শোচনীয়।
আগামী মাসেই দুটি নতুন ধারাবাহিক আসছে স্টার জলসাতে। যার মধ্যে রয়েছে লাভ বিয়ে আজ কাল, তোমাদের রাণী-র মতো মেগা। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে ২৮শ অগস্ট থেকে রাত ৮.৩০টায় শুরু হবে ‘লাভ বিয়ে আজকাল’। সিরিয়ালে লিড রোলে অভিনয় করছেন ওম সাহানি ও মৌমিতা সরকার। ফলে সরতে হবে পঞ্চমীকে। তবে বাংলার এই নাগিন ধারাবাহিক বন্ধ হবে না স্লট বদল তা স্পষ্ট নয়। খবর রয়েছে, জলসা বাংলা মিডিয়ামকে সরিয়ে আনতে পারে তোমাদের রাণী। যদিও চ্যানেলের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।