ছোট পর্দার পাশাপাশি এবার ওয়েব সিরিজেও অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বেশ কয়েক মাস হল সিরিয়াল থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। স্বস্তিকার কথায়, সিনেমা বা সিরিয়াল, কখনও বেছে কাজ করেন না তিনি। এই মুহূর্তে প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘আলাপ’ ছবির শ্যুটিংয়ের ব্যস্ত নায়িকা।
কিছু দিন আগে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি'। এ বার আগামী সিনেমার কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি কোনও পরিকল্পনা নিয়ে এগোতে পারি না। কারণ, আমার সুবিধা মতো প্রযোজক বা চ্যানেল তো আমাকে কাজ দেবে না। তাই যেমন কাজ আসে পর পর, সেই ভাবেই করি’। ছোট পর্দা আর ওটিটি, দুটোতেই সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন নায়িকা। এ বিষয় তাঁর মন্তব্য, ‘এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয়, দর্শকদের সামনে যত বেশি থাকা যায়, ততটাই তাঁদের মনেও থাকা সম্ভব। কারণ দর্শকদের পছন্দ প্রতিনিয়ত বদলাচ্ছে’। আরও পড়ুন: জামনগরে হবে অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠান, সেখানে ১৪টি মন্দির গড়লেন নীতা
আরও পড়ুন: রকুল-জ্যাকির বিয়েতে বরযাত্রী অক্ষয়-টাইগার, অন্য মেজাজে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
‘কী করে বলবো তোমায়’-এর পর প্রায় বছর দেড়েক সিরিয়ালের কাজ থেকে দূরে ছিলেন নায়িকা। সেই সময় ছবি আর ওয়েব সিরিজের কাজ করেছেন একের পর এক। রুদ্রজিৎ মুখোপাধ্যায়, ক্রুশল অহুজা থেকে শুভঙ্কর সাহা—একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তবে কোনও দিনই নিজেকে একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে রাজি নন তিনি। তাই সিরিয়াল শেষ হলেই মাঝেমাঝে অন্য চরিত্রে মন দেন। একটি সিরিয়াল শেষ করে কিছু দিন ওয়েব সিরিজ, বড় পর্দার কাজে মন দেন নায়িকা। আরও পড়ুন: মধ্যরাতে কেক কেটেছেন, পেয়েছেন বড় সারপ্রাইজ, জন্মদিনে সারাদিন কী প্ল্যান শ্রীমার
উল্লেখ্য, গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার প্রেমের সম্পর্ক এখন অতীত। শোভনের সঙ্গে নাম জড়িয়েছে টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের। সোশ্যাল মিডিয়ায় শোভনের সঙ্গে ছবি দিয়েছেন সোহিনী। যদিও এখনও দু’জনের কেউই তাঁদের প্রেমের গুঞ্জনে সিলমোহর দেননি। তবে অনুরাগীরা ধরেই নিয়েছেন যে, দু’জনে চুটিয়ে প্রেম করছেন। অন্য দিকে, শোভনের সঙ্গে বিচ্ছেদের পর স্বস্তিকা এখনও ‘সিঙ্গল’। নতুন প্রেম নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে বার বারই বলেছেন, তিনি সত্যিকারের প্রেমের অপেক্ষায় আছেন।