বিয়ে করেই পথে বসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং! কী এমন হল ঘটেছে তাঁর সঙ্গে যে ছেঁড়া কাপড় পরে, গায়ে কালিঝুলি মেখে এভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, রাস্তাতেই শুয়ে আছেন তিনি! সদ্য পোস্ট হওয়া ভিডিয়োতে আবার তাঁকে ভিক্ষা করতেও দেখা যাচ্ছে। ব্যাপারটা কী?
না, না ভয় পাবেন না। এটা স্রেফ মজা করেই বানানো। উদয় প্রতাপ সিং এবং তাঁর বন্ধু নীল চট্টোপাধ্যায় মিলে এই কাণ্ড ঘটিয়েছেন। তাঁকে 'পথ ভোলা এক পথিক' -এর মতো সাজিয়ে দেওয়া হয়েছিল। এরপরই তিনি ছেঁড়া ফাটা জামা, ময়লা চাদর গায়ে দিয়ে পথে বেরিয়ে পড়েন। উদভ্রান্তের মতো ঘুরতে থাকেন। আবার রাস্তায় শুয়েও পড়েন। তাঁর অবস্থা দেখে কেউ কেউ আবার তাঁর সামনে থাকা বাটিতে দু এক পয়সা দিয়েও যান।
আর এই মজার ভিডিয়ো পোস্ট করে এদিন সোশ্যাল মিডিয়ায় উদয় লেখেন, 'বিয়ের দুমাস পরেই পথে বসলেন অভিনেতা উদয়।' তিনি তাঁর এই পোস্টে তাঁর বন্ধু তথা অভিনেতা নীল চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাঁর ভিডিয়ো তুলে দেওয়ার জন্য। তিনি লেখেন, 'অনেক ধন্যবাদ নীল চট্টোপাধ্যায়, তুমি না থাকলে এটা হতো না। কী সুন্দর শট নিয়েছ।'
তাঁর এই পোস্ট দেখে বেজায় চটেছেন তাঁর নববিবাহিতা স্ত্রী অনামিকা। তিনি বরের পোস্টে লেখেন, 'আজ আর বাড়ি ফিরতে হবে না, বাই বাই।'
আরও পড়ুন: বিয়ের পর বরের জন্মদিনে বিশেষ আয়োজন শ্রুতির, জড়িয়ে চুমু খেয়ে স্বর্ণেন্দুকে কী বললেন রাঙা বউ?
আরও পড়ুন: উদয়ের সঙ্গে নতুন জীবন শুরু অনামিকার, বিয়ে সেরেই 'মিঠাই'য়ের রাতুল লিখলেন ‘আমরা পেরেছি’
তবে অনামিকা যতই কপট রাগ দেখান না কেন উদয়ের ভক্তরা কিন্তু বেজায় মজা পেয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'ভিডিয়োটা সেই হয়েছে। হাসতে হাসতে শেষ আমি।' আরেক অনুরাগী লেখেন, 'এই দুঃখের গানটা শুনেও আমি হাসতে হাসতে শেষ।' কেউ কেউ আবার তাঁকে প্রশ্ন করেন, 'বিয়েটা যে কেন করতে গেলেন?'
বর্তমানে উদয় প্রতাপকে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা যাচ্ছে। এখানে তিনি পর্ণার দেওরের চরিত্রে অভিনয় করছেন।
জুন মাসে আইনি বিয়ে সারেন অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ। রেজিস্ট্রি করে বিয়ে হলেও সেদিনই অনামিকার সিঁথি রাঙিয়ে দেন তিনি। তাঁদের বহুদিনের সম্পর্ক এদিন পরিণতি পায়। টেলি দুনিয়ার অন্যতম পছন্দের জুটি হলেন ওঁরা।