বাংলা নিউজ > বায়োস্কোপ > Uorfi Javed: নিমন্ত্রণ করেও মাধুরীর ইভেন্ট থেকে বাদ উরফি, কঙ্গনার প্রসঙ্গ টেনে কী বললেন

Uorfi Javed: নিমন্ত্রণ করেও মাধুরীর ইভেন্ট থেকে বাদ উরফি, কঙ্গনার প্রসঙ্গ টেনে কী বললেন

নিমন্ত্রণ করেও মাধুরীর ইভেন্ট থেকে বাদ উরফি

Uorfi Javed: শেষ মুহূর্তে একটি ইভেন্টে ক্যানসেল হয়ে যাওয়ায় সেটা নিয়ে মুখ খুললেন উরফি জাভেদ। বললেন তিনি মাধুরী দীক্ষিতের গেস্ট লিস্টে ছিলেন না।

মাধুরী দীক্ষিতের অতিথি তালিকায় নাম নেই উরফির! শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় মুম্বইয়ের একটি অনুষ্ঠান। নিমন্ত্রণ করেও সেটা ফিরিয়ে নেওয়া হয়? রবিবার টুইট করে গোটা ঘটনার ব্যাখ্যা করেন এই সোশ্যাল মিডিয়া সেনসেশন। তিনি এই পোস্টে কোনও ক্যাপশন দেননি বরং একটা ইমোজি যোগ করেন।

এক পাপারাৎজিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাধুরী দীক্ষিতের একটি স্ক্রিনশট শেয়ার করেন উরফি। তিনি লেখেন, 'এই ইভেন্টের বিষয়ে মজার কথা হল ওঁরা আমার টিমের সঙ্গে যোগাযোগ করে আমায় আমন্ত্রণ জানান। আমি অ্যাকসেপ্ট করি, আমার সমস্ত প্ল্যান ক্যানসেল করি। কী পরব সেটাও ঠিক করি। কিন্তু শেষ মুহূর্তে আমায় জানানো হয় আমি নাকি আর এই অনুষ্ঠানে আমন্ত্রিত নই।

তিনি আরও বলেন, 'আমি যখন ওঁদের কারণটা জিজ্ঞেস করলেন ওঁরা আমায় বললেন আমি নাকি মাধুরীর গেস্ট লিস্টেই নেই! ভাই আমি এখানে যাওয়ার জন্য মরে যাচ্ছি না। কিন্তু কাউকে আমন্ত্রণ জানিয়ে এভাবে শেষ মুহূর্তে কে আসতে বারণ করে। ম্যাচিওর হন!'

তিনি তাঁর পরের টুইটে কঙ্গনার হয়ে লেখেন। তিনি লেখেন, 'আমি এখন ধীরে ধীরে বুঝতে পারছি কেন কঙ্গনা এমন ব্যবহার করেন। যখন সবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে শক্ত হতেই হয়। তোমার জয় হোক।'

গোটা ঘটনায় এক ব্যক্তি প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, 'আপনি একদমই ঠিক বলেছেন। আপনাকে সমর্থন করলাম। আমি আপনাদের দুজনকেই সমর্থন করছি।' আরেক ব্যক্তি লেখেন, 'শক্ত থাকুন ম্যাম।' অন্য এক টুইটার ব্যবহার লেখেন, 'একেই বোধহয় অভিজ্ঞতার সঙ্গে ম্যাচিওর হওয়া বলে।'

<p>উরফির টুইট</p>

উরফির টুইট

২০২১ সালে বিগ বস ওটিটিতে অংশ নিয়েছিলেন উরফি। সেখান থেকেই তিনি খ্যাতি পান। প্রচারের আলোয় আসেন। তাঁকে সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে যেখানে তিনি বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমানের সঙ্গে কথা বলেছেন।

বন্ধ করুন