ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী রিভা আরোরা ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ২০২০ সালের ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’-এ শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন। সম্প্রতি রাকুল প্রীতের 'ছত্রিওয়ালি'-তেও দেখা গিয়েছে তাঁকে। তবে বছরকয়েক আগেও শিশুশিল্পী হিসেবে কাজ করা রিভার রিল ভিডিয়ো নিয়ে বহুল নিন্দে হয়, যখন তিনি করণ কুন্দ্রা ও মিকা সিং-কে রোম্যান্স করেন। সেই সময় অনেকেই দাবি তুলেছিলেন ‘১২ বছরের বাচ্চার’ এসব কাজ মানায় না।
সম্প্রতি এই নিয়ে এক সংবাদমাধ্যমে মুখ খোলেন রিভা। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, এসব সমালোচনায় আর কান দিচ্ছেন না। বলেন, ‘আমি কখনোই এসব দিকে নজর দেই না। কারণ আমি মনে করি নেতিবাচকতা থাকলে, ইতিবাচকতাও থাকবে। আমি উজ্জ্বল দিকে তাকাই, যে ভালোবাসা আমি পেয়েছি তা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।’ আরও পড়ুন: ‘এখানেই ভয় পাই না, ওখানে কী পাব!’, পাকিস্তানে বসে সে দেশের ‘নিন্দে’ নিয়ে জাভেদ
কত বয়স তাঁর সরাসরি প্রশ্ন করা হলে জবাব আসে, ‘এটা শীঘ্রই সবার সামনে আনা হবে। শুধু এটুকু বলতে পারি আমি ১২ বছরের নই।’ রিভা নিজের কথায় আরও যোগ করেন, ‘বাড়ির সবাই আমাকে এটা বলে রাগায় যে, তুই তো মাত্র ১২ বছরের! তবে হ্যাঁ যখন জিনিসগুলো খুব বেশি ভারী হয়ে যায় তখন ওরাই আমায় বোঝায় এগুলো সব ভুয়ো রিপোর্ট। এতে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই।’ আরও পড়ুন: দেবী চৌধুরানী শ্রাবন্তী, ভবানী পাঠক প্রসেনজিৎ! সিনেমায় থাকছেন ভিকি কৌশলের বাবাও
রিভা আরও নির্দিষ্ট করে দেন যে শুধুমাত্র শিশুশিল্পীর পরিচয়ে আর নিজেকে আবদ্ধ করে রাখতে চান না। তাঁর কথায়, ‘আমি সব ধরনের কাজ করা শুরু করেছি। এখন পরিস্থিতি পুরো আলাদা। আমি নিজেকে একজন বহুমুখী অভিনেতা হিসেবে দেখতে চাই। কোনও শিশুশিল্পী নয়।’
প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবর মাসে করণ কুন্দ্রা ও মিকা সিং-এর সঙ্গে 'বয়স-অনুপযুক্ত' ভিডিয়ো বানিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েন রিভা। শুধু তাই নয়, সমালোচনা হয় তাঁর মা-বাবাকে নিয়েও। তখন রিভার মা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তাঁদের মেয়ে দশম শ্রেণিতে পড়ে এবং বিগত ১৩ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে।