গুরুতর অসুস্থ কাজলের মা। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বর্ষীয়ান অভিনেত্রী বর্তমানে আইসিইউতে ভর্তি।
হাসপাতালে ভর্তি কাজলের মা
রবিবার, ১৭ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলিউড তারকা কাজলের মা। তাঁকে তড়িঘড়ি করে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তাঁকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গিয়েছে বার্ধক্যজনিত রোগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। অবনতি হয় স্বাস্থ্যের। তারপরই মুম্বইয়ের জুহুর একটি হাসপাতালে ভর্তি করানো হয় ৮০ বছর বয়সী এই অভিনেত্রীকে।
তবে জানা গিয়েছে আপাতত স্থিতিশীল আছেন তনুজা। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এক সূত্রের তরফে সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে বর্তমানে চিকিৎসকরা তাঁকে দেখছেন। তাঁর কথায়, 'তিনি এখন অবজারভেশনে আছেন। আপাতত ঠিকই আছেন। চিন্তার কোনও কারণ নেই।'
তনুজার প্রসঙ্গে
প্রসঙ্গত তনুজা একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি টলিউড এবং বলিউডে একাধিক প্রজেক্টে কাজ করেছেন। জুয়েল থিফ, হাথি মেরে সাথী, মেরে জীবন সাথী, ইত্যাদি ছবিতে কাজ করেছেন। অভিনেত্রী নূতনের বোন হলেন তনুজা। আর তাঁর দুই কন্যা হল কাজল এবং তানিশা। দুই মেয়ের সঙ্গে মাঝে মধ্যেই তাঁকে দেখা যায়, তাঁদের সঙ্গে তিনি নানা ইভেন্টেও যান। তাঁর দুই মেয়েই তাঁর সঙ্গে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। ২০১৮ সালে শেষবার তাঁকে কোনও বাংলা ছবিতে দেখা গিয়েছিল। কাজ করেছিলেন সোনার পাহাড় ছবিতে।