বাংলা নিউজ > বায়োস্কোপ > Bollywood Upcoming Movies: জওয়ানের গেরোয় পিছল রিচার ফুকরে ৩, শাহরুখের ছবির জায়গায় ভিকি-সারার সিনেমা

Bollywood Upcoming Movies: জওয়ানের গেরোয় পিছল রিচার ফুকরে ৩, শাহরুখের ছবির জায়গায় ভিকি-সারার সিনেমা

জওয়ানের গেরোয় পিছল রিচার ফুকরে ৩

Bollywood Upcoming Movies: জওয়ান ছবির মুক্তির দিন বদলাতেই আরও একাধিক ছবির মুক্তির দিনে বেশ বদল ধরা পড়ল। প্রকাশ্যে এল ফুকরে ৩ থেকে ভিকি কৌশল এবং সারা আলি খানের নতুন ছবির মুক্তির দিন।

২০২৩ সালে আগামী কয়েক মাসে যে ছবিগুলো মুক্তি পেতে চলেছে সেগুলোর মুক্তির দিনক্ষণে বেশ রদবদল দেখা গেল। নেপথ্যে আছে জওয়ান (Jawan) ছবির মুক্তির দিন। শনিবার দিন জানানো হয় শাহরুখের (Shah Rukh Khan) আগামী ছবি জওয়ান জুন মাসে মুক্তি পাচ্ছে না। বরং এটি সেপ্টেম্বর মাসে হল কাঁপাতে আছে। আর সেটার রেশ ধরেই একাধিক ছবির মুক্তির দিনে বদলে দেখা গেল।

এতদিন জানা গিয়েছিল জুন মাসের ২ তারিখ মুক্তি পাবে জওয়ান। কিন্তু এই ছবির দিন পিছতেই জানা গেল সেদিন অর্থাৎ ২ জুন মুক্তি পাবে ভিকি কৌশল এবং সারা আলি খানের আগামী ছবি। এখনও সেই ছবির নাম ঠিক হয়নি। অন্যদিকে জওয়ানের দাপট থেকে বাঁচতে ফুকরে ৩ -এর মুক্তির দিন নভেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, রিচা চাড্ডার এই ছবি ২০২৩ -এর নভেম্বরে আসবে।

ভিকি (Vicky Kaushal) এবং সারার (Sara Ali Khan) ছবির নাম কী হবে সেটা আগামী ১৬ মে জানা যাবে। ওইদিন ভিকির জন্মদিন। ফলে সেদিনই ঘোষণা করা হবে তাঁদের আগামী ছবির নাম। যেই শাহরুখের ছবির দিন বদলালো অমনি তার কিছু পরেই ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানান ভিকি এবং রিচার ছবি মুক্তির নতুন দিন। তিনি শনিবার রাতে টুইট করে লেখেন, 'ভিকি কৌশল, সারা আলি খান জুন ২ রিলিজ। দীনেশ বিজনের ছবি আগামী ২ জুন মুক্তি পাবে। নাম জানা যাবে ভিকি কৌশলের জন্মদিনের দিন অর্থাৎ ১৬ মে। লক্ষ্মণ উটেকর এই ছবির পরিচালনা করেছেন।'

আরেকটি টুইটে তিনি জানান 'ফুকরে ৩ (Fukrey 3) -ও নতুন দিন পেল। এই ছবি এর আগে জন্মাষ্টমীর সপ্তাহ অর্থাৎ ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, এখন সেটা ২৪ নভেম্বর মুক্তি পাবে। মৃগদীপ সিং লাম্বা এই ছবির পরিচালনা করেছেন। প্রযোজনা করেছেন ফারহান আখতার এবং রীতেশ সিধ্বানি।'

ফুকরে ৩ ছবিতে আলি ফজলকে দেখা যাবে না। এই ছবিতে রিচা চাড্ডা, বরুণ শর্মা, মনোজ সিং, পুলকিত সম্রাট, পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যাবে।

অন্যদিকে জওয়ান ছবিতে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি, সুনীল গ্রোভার, সানিয়া মালহোত্রাকে দেখা যাবে।

বন্ধ করুন