সামনেই মুক্তি পাচ্ছে ভিকি কৌশল অভিনীত স্যাম বাহাদুর। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে মেঘনা গুলজার পরিচালিত এই ছবি। তার আগে সিটি অব জয়ে এলেন পর্দার স্যাম। এদিন তিনি কলকাতায় এসে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ালেন।
কলকাতায় 'স্যাম বাহাদুর' ভিকি
কলকাতায় এসেছেন স্যাম বাহাদুর ওরফে ভিকি কৌশল। এদিন তিনি শহরে এসেই সবার আগে গিয়েছিলেন ফোর্ট উইলিয়ামে। এখানে এই ছবির একটি অংশের শুটিং হয়েছিল। তাছাড়া ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম বাহাদুরের অত্যন্ত কাছের জায়গা ছিল এই ফোর্ট উইলিয়াম। তাই তিনি এখানে আসেন, এখানকার সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান। ছবি তোলেন।
ভিকি একটি মিষ্টির ছবি পোস্ট করে লেখেন, তিনি যতবার কলকাতা এসেছেন ততবার তিনি মিষ্টি অভ্যর্থনা পেয়েছেন। এবারও তার অন্যথা হল না। এরপর তাঁকে ময়দান ঘুরে ভবানীপুর কলেজে আসতে দেখা যায়। সেখানে এসেও দীর্ঘ সময় কাটান সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে।
ভবানীপুর কলেজে এসেই ভিকি বাংলায় চেঁচিয়ে ওঠেন, 'কেমন আছ কলকাতা?' পছন্দের অভিনেতার মুখে বাংলা শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলেই। তারপরই তিনি বলে ওঠেন, 'আমি তোমাদের সবাইকে ভালোবাসি।' আবারও চিৎকার করে ওঠেন সকলে। তাঁদের সঙ্গে হাত মেলান স্যাম। বাদ দেন না গল্প করতে। বাজানো হয় ছবির গানও।
ভিকি কৌশলের জন্য এদিন অনেকেই উপহার বানিয়ে আনেন। এক ব্যক্তি স্যাম বাহাদুরকে এঁকে সেটাই উপহার দেন তাঁকে। কলকাতা ভ্রমণের প্রায় শেষ লগ্নে এসে তিনি সকলকে তাঁর আগামী ছবি স্যাম বাহাদুর দেখতে আসার আমন্ত্রণ জানান।
ছবি নিয়ে কী বললেন ভিকি?
স্যাম বাহাদুর হয়ে ওঠার জন্য কতটা প্রস্তুতি নিয়েছিলেন ভিকি? এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'প্রথম দিকে ওঁর অনেক সাক্ষাৎকার শুনতাম। এরপর ওঁর পরিবারের লোকের সঙ্গে দেখা করি, ওঁকে নিয়ে বই পড়ি। বুঝেছিলাম এই মানুষটার মধ্যে এক অদ্ভুত সোয়্যাগ আছে।' এর আগে উড়ি ছবিতে কাজ করেছেন, আবারও সৈনিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই প্রসঙ্গে ভিকি বলেন, 'পর্দায় আমি যে একজন সৈনিকের পোশাক পড়তে পারছি এটাই আমার কাছে সৌভাগ্যের মতো। ১০০ দেশাত্মবোধক ছবি হলে, সব কটা করতে আমি রাজি। আর ছোটবেলায় আমি স্যাম বাহাদুরের গল্প শুনেছি। ওঁর বীরত্ব আমায় মুগ্ধ করত।'
স্যাম বাহাদুর প্রসঙ্গে
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে স্যাম বাহাদুর। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে ভিকির বিপরীতে আছেন সানিয়া মালহোত্রা।