স্যাম বাহাদুর ছবির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়ে গেল সদ্য। সেখানে একবারে নতুন লুকে ধরা দিলেন ভিকি কৌশল। হ্যাঁ, আমূল পাল্টে ফেলেছেন তাঁর লুক। লম্বা চুল রেখেছেন, সঙ্গে এক মুখ ভর্তি দাড়ি। এদিনের অনুষ্ঠানে তিনি চুল বেঁধে এসেছিলেন, সঙ্গে ছিল সানগ্লাস। ভক্তরা অভিনেতার এই নতুন লুক দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন। অনেকেই তারিফ করেছেন তাঁর এই লুকের।
ভিকি কৌশলের নতুন লুক
ভিকি কৌশল অল্প দিনেই ভক্তদের মন কেড়েছেন, বিভিন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। তবে তাঁর এবারের এই লুক দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলেই।
আরও পড়ুন: 'এত কেন ভাবেন?' ফাইটারের ট্রেলারের বিরোধিতা করে সরব পাক তারকারা, সপাটে জবাব দিয়ে কী বললেন পরিচালক?
গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে স্যাম বাহাদুর। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে উঠে এসেছিল ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবনের কথা। তাঁর ব্যক্তিগত জীবন, কেরিয়ার, ইত্যাদি এই ছবিতে তুলে ধরা হয়েছে। ভিকি কৌশল ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, নীরজ কাবি, জিশান আয়ুব, প্রমুখ। ছবিটি বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করেছে। অ্যানিম্যাল ছবিটির সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া সত্বেও ভালোই ব্যবসা করেছে।
ভিকির অন্যান্য প্রজেক্ট
ভিকি কৌশলকে স্যাম বাহাদুর ছবিটি ছাড়াও শাহরুখ খান অভিনীত ডাঙ্কি ছবিতেও একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল। তিনি এখানে কিং খানের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। আগামীতে তাঁকে লক্ষ্মণ উটেকরের ছবি ছাবায় দেখা যাবে। এখানে তিনি ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করবেন। তাঁরা একসঙ্গে এর আগে জারা হাটকে জারা বাঁচকে ছবিতে কাজ করেছিলেন।