কথা বলতে বলতে হেসে গড়িয়ে পড়লেন বিদ্যা বালান আর শেফালি শাহ! কী এমন হয়েছিল তাঁদের সঙ্গে? কোন কথা মনে পড়ল তাঁদের?
হালে সাংবাদিকজের সঙ্গে ‘জলসা’ নিয়ে কথা বলতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী দু’জন। আর তার জেরেই এই হাসি।
কী হয়েছিল সেখানে?
বিদ্যা জানালেন, যখন তাঁরা ‘জলসা’ নামের ছবিটির কাজ শুরু করেন, তখন কোথাও একটা প্রকাশিত হয়েছিল, এটির সঙ্গে অমিতাভ বচ্চনের কোনও একটি সম্পর্ক আছে। একথা অনেকেই জানেন, অমিতাভের বাড়ির নাম ‘জলসা’। সেখান থেকে দুইয়ে দুইয়ে চার। এক সাংবাদিক বৈঠকে জনৈক সাংবাদিক বিদ্য়াকে প্রশ্ন করেন, ‘জলসা’ কি অমিতাভের বাড়ির বায়োপিক? প্রশ্ন শুনে হতভম্ব হয়ে যানা বিদ্যা। সে কথাই নতুন করে বলেছেন অভিনেত্রী। আর সেই স্মৃতি প্রসঙ্গেই এত হাসাহাসি।
বিদ্যার প্রশ্ন, ‘কী করে কোনও বাড়ির বায়োপিক হতে পারে?’
এ প্রসঙ্গে বলে রাখা দরকার, আর কয়েক দিনেই মুক্তি পাচ্ছে ‘জলসা’ ছবিটি। ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে এটি। এটি একটি ক্রাইম থ্রিলার।
ছবিতে বিদ্যাকে দেখা যাবে এক সংবাদ চ্যানেলের সাংবাদিকের ভূমিকায়। আর শেফালি এমন একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন, যার মেয়ে রাতে পথদুর্ঘটনায় মারা গিয়েছে। এবার সেই পদুর্ঘটনার দোষী কে, তা নিয়েই গল্প।
সাধারণ ক্রাইম থ্রিলারের চেয়ে বেশি করে ছবিটি সামাজিক কাঠামোর ছবিগুলি তুলে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন নির্মাতারা।