প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করে আপাতত সুখে সংসার করছেন বিদ্যা বালান। তবে সিদ্ধার্থই বিদ্যার জীবনে প্রথম প্রেম নয়। তারও আগে শাহিদ কাপুরের সঙ্গে বিদ্যার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও একথা তাঁরা কোনওদিনই স্বীকার করেননি। তবে তারও আগে একজন প্রেমিক ছিল বিদ্যার। যিনি নাকি অভিনেত্রীর সঙ্গে প্রতারণা করেন।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, তাঁর প্রথম প্রেমিককে মনে পড়লেও সে অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। জানান সেই প্রেমিক তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন।
বিদ্যা বলেন, ‘আমার সঙ্গে প্রতারণা করা হয়েছিল। আমি যে প্রথম যে ছেলেটির সঙ্গে ডেট করতাম, সে আমার সঙ্গে প্রতারণা করে। আমি আপনাকে বলতে পারি যে ও কেবল একটা … ছিল। আমার মনে আছে তখন আমি কলেজে পড়ি, আমাদের সবেমাত্র ব্রেকআপ হয়েছিল।আমি ভ্যালেন্টাইনস ডেতে কলেজে ওঁর সঙ্গেই ধাক্কা খেয়েছিলাম। ও আমায় ঘুরে দাঁড়িয়ে বলেছিল, ‘আমি আমার প্রাক্তন বান্ধবীর সঙ্গে এই তারিখে দেখা করতে যাচ্ছি। আর আমি শুনে বিস্ময়ে বললাম, ’কী!’ ও সেদিন আক্ষরিক অর্থেই ও আমাকে পিষে ফেলেছিল। তবে পরে অবশ্য আমি নিজের জীবনে ভালোভাবেই এগিয়েছি।'
আরও পড়ুন-শ্য়ুটিং ফ্লোরে সোফায় শুয়ে নাক ডাকছেন 'আলোর কোলে'র ‘জামাই দাদা’, ডাকতেই ধরমরিয়ে উঠে বললেন…
বর্তমানে বিদ্যা অবশ্য প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করে সুখেই সংসার করছেন। কাজের ক্ষেত্রে বিদ্যাকে প্রতীক গান্ধীর ‘দো অউর দো পেয়ার’-এ দেখা যাবে। যেটা কিনা এক দম্পতির সম্পর্কের গল্প। ছবিটি একটা রম-কম। যাঁরা প্রেমে পড়েছে তবে বিভিন্ন লোকের সঙ্গে সম্পর্ক রাখছে। তবে তাঁরা একটা ছুটির দিন আবারও তাঁরা কাছাকাছি আসে।'
ছবিটি আগামী ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে। এটি একটি কমেডিতে ভরপুর রোম্যান্টিক ছবি। এখানে মুখ্য ভূমিকায় বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডিক্রুজ, সেন্ধিল রামমূর্তিকে দেখা যাবে। প্রসঙ্গত মা হওয়ার পর এটাই ইলিয়ানার প্রথম ছবি। বিবাহিত জুটিদের এই গল্প বলবেন শীর্ষ গুহঠাকুরতা।
এছাড়াও আনিস বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া থ্রি'তে অভিনয় করেছেন বিদ্যা। সেখানে রয়েছেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। এটা এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি যেটা বাজমি তৈরি করছেন। দ্বিতীয়টিতে ছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি এবং টাবু।