বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat Kohli-Anushka Sharma: মুম্বইয়ে ফ্ল্যাট ভাড়া নিলেন বিরাট-অনুষ্কা, মাসে বড় অঙ্কের টাকা ভাড়া গুনবেন

Virat Kohli-Anushka Sharma: মুম্বইয়ে ফ্ল্যাট ভাড়া নিলেন বিরাট-অনুষ্কা, মাসে বড় অঙ্কের টাকা ভাড়া গুনবেন

নতুন ফ্ল্যাট ভাড়া নিলেন বিরুষ্কা

Virat Kohli-Anushka Sharma: মায়ানগরীতে আগে থেকেই একটি ফ্ল্যাট রয়েছে বিরাট-অনুষ্কার। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের প্রতিবেশী এই দম্পতি। মুম্বইয়ে ওমকার ১৯৭৩ নামক একটি ফ্ল্যাট থাকা সত্ত্বেও আরও একটি ফ্ল্যাট ভাড়া নিলেন তাঁরা।

এক ছাদের তলায় ক্রিকেটার এবং অভিনেত্রীর সংসার। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তারকা দম্পতির জনপ্রিয়তা তুখোড়। তাঁদের কর্মজীবন ব্যতীত ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগী মহলে কৌতুহলের শেষ নেই। কী করছেন, কোথায় যাচ্ছে, কী খাচ্ছেন সবেতেই ছবি শিকারীদের থেকে নিস্তার নেই এই দম্পতির।

মুম্বইয়ে এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জুহুতে একটি নতুন বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিলেন বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। মায়ানগরীতে আগেই তাঁদের একটি ফ্ল্যাট রয়েছে। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের প্রতিবেশী এই দম্পতি। মুম্বইয়ে ওমকার ১৯৭৩ নামক একটি ফ্ল্যাট থাকা সত্ত্বেও আরও একটি ফ্ল্যাট ভাড়া নিলেন তাঁরা।

জানা যাচ্ছে, বিরুষ্কার নতুন ভাড়া নেওয়া ফ্ল্যাটটি ১,৬৫০ বর্গ ফুট জায়গা জুড়ে। একটি বহুতলের পাঁচ তলায় রয়েছে এই ফ্ল্যাট। অন্দরসজ্জায় রয়েছে আধুনিকতার ছোঁয়া। লিফট থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। ফ্ল্যাট থেকে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে।

আরও পড়ুন: ৫১ বছর বয়সে তৃতীয় বার বাবা হচ্ছেন মনোজ তিওয়ারি, শেয়ার করলেন স্ত্রীর সাধের ভিডিয়ো

বিরাট অনুষ্কার জুহুর এই ফ্ল্যাটের মালিনকের নাম সমরজিতসিন গায়কোয়াড়। বরোদার এক রাজপরিবারের সদস্য তিনি। যুক্ত রয়েছেন ক্রিকেট প্রশাসনের সঙ্গে। অক্টোবর মাসেই চুক্তি হয়েছে তাঁদের মধ্যে। নতুন এই ফ্ল্যাটের জন্য ২.৭৬ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে বিরুষ্কাকে। টোকেন মানি হিসেবে ৭.৫ লক্ষ টাকা দিয়েছেন।

জন্মসূত্রে দিল্লির ছেলে বিরাট কোহলি। সেখানে তাঁর ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া এবং বেড়ে ওঠা। অন্যদিকে, উত্তরপ্রদেশের মেয়ে অনুষ্কা শর্মা। কর্মসূত্রে মুম্বইয়ে থাকা শুরু করেন অভিনেত্রী। এরপরই জীবনের নানা ধাপে এগিয়ে বিয়ে করে একসঙ্গে পথচলা শুরু এই দম্পতির। ক্রিকেট এবং অভিনয়ের পাশাপাশি একাধিক জায়গায় ইনভেস্ট রয়েছে দম্পতির। প্রচুর জমিজমা, হোটেল ব্যবসা, খামার বাড়ি সহ একাধিক জায়গায় ইনভেস্ট করা বিরুষ্কার।

বন্ধ করুন