বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat Kohli Reviews 83: রণবীরের ‘৮৩’তে মুগ্ধ বিরাট, 'যেন চাক্ষুস দেখলাম বিশ্বকাপ জয়ের সেই মুহূর্ত!'

Virat Kohli Reviews 83: রণবীরের ‘৮৩’তে মুগ্ধ বিরাট, 'যেন চাক্ষুস দেখলাম বিশ্বকাপ জয়ের সেই মুহূর্ত!'

রণবীরের প্রশংসক কোহলি

শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ও কবীর খান পরিচালিত ‘৮৩’। ভারতীয় ক্রিকেট দলের ১৯৮৩ বিশ্বকাপ জয়ের বাস্তব গল্প উঠে এসেছে এই ছবিতে।

দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর সিং-এর ‘৮৩’। ভারতীয় ক্রিকেট দলের তিরাশির বিশ্বকাপ জয়ের গল্প এই ছবি, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর খান। ছবিতে ভারতীয় দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। অন্যদিকে কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা মিলেছে দীপিকার। 

লডর্সের মাঠে 'হরিয়ানা হ্যারিকেন' কপিল দেবের হাতে যখন বিশ্বকাপের ওই সোনালি ট্রফি উঠেছিল তখন জন্মও হয়নি বিরাট কোহলির। তবে ছোটবেলা থেকে ভারতের এই বিশ্বকাপ জয়ের গল্প শুনে বড় হয়েছেন কোহলি। পরবর্তীতে ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও থেকেছেন তিনি। আপতত দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলের অধিনায়ক। সেখান থেকেই রণবীর সিং-এর ছবির প্রশংসা ঝরে পড়ল কোহলির গলায়। আগামিকাল থেকে সেঞ্চুরিয়ানে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ, তার আগেই ‘৮৩’ দেখে ফেললেন বিরাট।

টুইট বার্তায় কোহলি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে আইকনিক মূহুর্তটা এর চেয়ে বেশি ভালোভাবে ফিরে দেখতে পারতাম না। অসাধরণভাবে তৈরি একটা ছবি, যা আপনার মনে গেঁথে যায় এবং অবশ্যই ১৯৮৩-র বিশ্বকাপ জলের ওই আবেগ… দুর্দান্ত পারফরম্যান্স অবশ্যই’। 

ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে ‘৮৩’। এই ছবি নিয়ে আবেগে ভাসছেন অনেকেই। বক্স অফিসেও ধামাকেদার ওপেনিং পেয়েছে এই ছবি। মুক্তির প্রথম দিন ১৩ কোটি টাকার ব্যবসা নিয়েছে এই ছবি। 

 

 

বন্ধ করুন