বাংলা নিউজ > বায়োস্কোপ > Viswanathan Anand: বায়োপিক নিয়ে সোজাসাপটা জবাব, অনস্ক্রিনে কে হবেন বিশ্বনাথন আনন্দ?

Viswanathan Anand: বায়োপিক নিয়ে সোজাসাপটা জবাব, অনস্ক্রিনে কে হবেন বিশ্বনাথন আনন্দ?

মঙ্গলবার কলকাতায় বিশ্বনাথ আনন্দ (PTI)

বিশ্বনাথন আনন্দের বায়োপিক পরিচালনা করেছেন আনন্দ এল রাই। লিড রোলে কে থাকছেন? মুখ খুললেন স্বয়ং বিশ্বানাথন আনন্দ। 

ক্রীড়া ব্যক্তিত্বদের জীবনের চড়াই-উতরাই রুপোলি পর্দায় তুলে ধরা বলিউডের নতুন ট্রেন্ড। ধোনি, আজহার থেকে মেরি কম, মিলখা সিং- বলিউড ইতিমধ্যেই এই জঁর ছবি কম তৈরি করেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের ঘোষণা হয়েছে মাসখানেক আগেই, ঝুলন গোস্বামী, মিতালি রাজদের বায়োপিকও পর্দায় আসবে।  এর মাঝেই কলকাতায় এসে তাঁর জীবনীচিত্র নিয়ে মুখ খুললেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। 

মঙ্গলবার তিলোত্তমায় হাজির হয়েছেন বিশ্বনাথন আনন্দ। আজ (বুধবার) থেকে শহরে শুরু হচ্ছে এক আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতা, আর সেই টুর্নামেন্টে নতুন ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথন আনন্দকে। এবার খেলোয়াড় নন, প্রতিযোগিতার মেন্টার হিসেবে অংশ নেবেন আনন্দ।কলকাতায় এসে নিজের বায়োপিক নিয়ে মুখ খুললেন এই চ্যাম্পিয়ান খিলাড়ি। নিউজ এইটিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘বায়োপিকের বিষয়ে আমি সম্মতি জানিয়েছি। ইতিমধ্যেই এই বিষয়ে প্রযোজক সংস্থার সঙ্গে কয়েকবার আলোচনাও হয়েছে। স্ক্রিপ্ট লেখা শুরু হবে। তবে করোনার জেরে কাজ কিছুটা আটকে রয়েছে। বায়োপিক হচ্ছে এটা বলতে পারি’। 

নিজের জীবনীচিত্রে পর্দায় কাকে দেখতে চান বিশ্বনাথন আনন্দ? তিনি সটান জানালেন,'আমার ভূমিকায় সিনেমায় কে অভিনয় করবেন সেটা আমি বলতে পারব না। তবে ব্যক্তিগত পর্যায়ে বলব আমির খান টিভির পর্দায় বিশ্বনাথন আনন্দ হলে ভালো লাগবে। আমার মনে হয় আমার সঙ্গে আমির খানের অনেকটাই মিল রয়েছে।'

উল্লেখ্য, গত জুন মাসে এক ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আমির ও বিশ্বনাথন আনন্দ। সেখানে আমিরের উদ্দেশে একজন প্রশ্ন রাখেন যে বিশ্বনাথন আনন্দের বায়োপিকে মুখ্যভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেলে আমির তাতে রাজি হবেন কি না। বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’ চটপট বলে ওঠেন, ‘ এটা একটা প্রশ্ন হলো? ভিশির চরিত্রে অভিনয় করতে পারলে তা শুধুমাত্র আমার জন্য সম্মানের হবে না বরং দারুণ একটি ব্যাপার হবে। ভিশি কেমন করে চিন্তাভাবনা করে বা কীভাবে প্রস্তুত রাখেন নিজেকে,এসব জানতে পারাটাও তো বিরাট একটা ব্যাপার’। সুতরাং শুধু বিশ্বনাথন আনন্দই নয়, আমির খান নিজেও পুরোপুরি প্রস্তুত এই বায়োপিকে অভিনয় করবার জন্য। 

আনন্দের ভূমিকায় আমির?
আনন্দের ভূমিকায় আমির? (HT_PRINT)

গত বছর ডিসেম্বরেই প্রকাশ্যে এসেছিল, আনন্দ এল রাই এবং মহাবীর জৈনর প্রযোজনায় তৈরী হবে বিশ্বনাথন আনন্দের এই বায়োপিক। ‘জিরো’ ডিরেক্টর আনন্দ এল রাই-ই থাকবেন এই ছবির পরিচালকের আসনে। 

বায়োস্কোপ খবর

Latest News

সিপিএমের লালবাজার অভিযানে ধুন্ধুমার, ব্যারিকেডের উপরে লাল পতাকা, ধৃত ১৪ ইউটিউবে ভিডিয়ো দেখে অপারেশন, ভুয়ো চিকিৎসকের কীর্তিতে মৃত্যু কিশোরের ‘বিচার চাই’, আজমেঢ় শরিফে শ্রাবন্তী, শুনতে হল ধর্ম নিয়ে কটাক্ষ! নায়িকার সঙ্গী কে ডাক্তারদের খোঁটা! এরই মাঝে পরমব্রতর পর্ণশবরীর শাপ সিজন ২-তে জায়গা পেলেন কাঞ্চন অন্য প্রতিবাদ! নেই স্লোগান, নেই নড়াচড়া, পথে বসে হীরক রাজার দেশে দেখল বনগাঁ আপনি কী গর্ভবতী? স্ত্রীরোগ সচেতনতা দিবসে জানুন গর্ভাবস্থায় ভালো থাকার উপায় ‘দক্ষ মানুষদের কোণঠাসা করে রাখা হয় ভারতে,’ আমেরিকায় একলব্যের গল্প শোনালেন রাহুল বুমেরাং হল ব্যাজবল, নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের শুনানি শেষ হতেই আরজি কর হাসপাতালে সিবিআই, রিপোর্ট তৈরিতে তৎপরতা বাবার সঙ্গে ভালো করে প্রস্তুতি নিয়েছিলাম, ম্যাচের সেরা হয়ে বললেন মুশির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.