বেশ কিছুদিন ধরেই আলোচনায় উঠে আসছে হৃত্বিক রোশন ও জুনিয়র NTR-এর ছবি War-2। যটি কিনা YRF-এর ব্লকবাস্টার ছবি 'ওয়ার'-এর সিকুয়্যাল। ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, ‘ওয়ার-২’ ছবির যে অংশটি স্পেনে শ্যুটিং হওয়ার কথা ছিল, সেটি নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে সেই শ্য়ুটিং হৃত্বিক আর জুনিয়র NTR-কে ছাড়াই করে ফেলেছেন পরিচালক অয়ন।
ভাবছেন, ছবির কেন্দ্রীয় দুই অভিনেতা হৃত্বিক ও জুনিয়র NTR-কে বাদ দিয়ে কীভাবে শ্যুটিং করলেন পরিচালক?
‘কাহানি মে টুইস্ট হ্যায়’। আসলে War-2র যে অংশের শ্যুটিং স্পেনে হয়েছে সেখানে রয়েছে ভয়নাক সব স্টান্ট। ১২ দিন ধরে চলেছে স্পেনের এই শ্যুটিং। জানা যাচ্ছে, এই স্টান্টগুলি করেছেন হৃত্বিক ও জুনিয়র NTR-এর বডি ডাবলরা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ছবির মুখ্য অভিনেতাদের ছাড়াই তাই শ্যুটিং হয়ে গিয়েছে। ঠিক যে কৌশলে দুবাই এবং রাশিয়ায় 'পাঠান'-এর শুটিং হয়েছি। সেখানে আদৌ শাহরুখ ছিলেন না।
আরও পড়ুন-অবিকল কুমার শানু! গানও গান তাঁরই মতো, Indian Idolএ হাজির কে এই গায়ক?, চমকে গেলেন শ্রেয়া
আরও পড়ুন-মাথা ভর্তি সিঁদুর, মুম্বই উড়ে গেলেন শ্রীলেখা, ফের বিয়ে করলেন নাকি?
আরও পড়ুন-বিয়ের পর প্রথম পুজো, বউকে দামি উপহার স্বর্ণেন্দুর, তবে শ্রুতি যে বড়ই কিপটে!
এদিকে পরিচালক অয়ন মুখোপাধ্যায় যখন War-2র শ্যুটিং করতে স্পেনে ব্যস্ত ছিলেন তখন হৃত্বিক তাঁর আরও একটা ছবি 'ফাইটার'-এর শ্যুটিং করছিলেন মুম্বইতে। অপরদিকে জুনিয়র NTR হায়দরাবাদে তাঁর 'দেভারা' ছবির শ্যুটিং য়ে ব্যস্ত ছিলেন। এদিকে জানা যাচ্ছে, স্পেনে গিয়ে কোরিওগ্রাফার আর বডি ডাবলদের নিয়ে সফল ভাবেই ওয়ার-২র শ্যুটিং সেরেছেন পরিচালয় অয়ন।
এদিকে শোনা যাচ্ছিল যশ রাজ ফিল্মসের এই ছবিতে হৃত্বিক, NTR-দের সঙ্গে কিয়ারা আডবামীকে দেখা যেতে পারে। তবে প্রযোজনা সংস্থার তরফে এখনও এবিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।