বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha Mitra: মাথা ভর্তি সিঁদুর, মুম্বই উড়ে গেলেন শ্রীলেখা, ফের বিয়ে করলেন নাকি?

Sreelekha Mitra: মাথা ভর্তি সিঁদুর, মুম্বই উড়ে গেলেন শ্রীলেখা, ফের বিয়ে করলেন নাকি?

মুম্বইয়ের পথে শ্রীলেখা মিত্র

মুম্বই যাওয়ার সময় শ্রীলেখার মাথা ভর্তি সিঁদুর কেন! ছবি দেখে নেটপাড়ার একটাই প্রশ্ন, শ্রীলেখা কি ফের বিয়ে করলেন নাকি? কৌতুহল মেটালেন অভিনেত্রী নিজেই। শ্রীলেখা বলেন, ‘সিঁদুর পরেছি কেন, এ প্রশ্ন যদি আসে, তাহলে জানিয়ে রাখি, আমি বিয়ে করিনি। আমি আসলে সিঁদুর খেলেছিলাম।’

শুরু হতে চলেছে মুম্বই চলচ্চিত্র উৎসব। সেই উৎসবে যোগ দিতে খোদ মার্কিন মুলুক থেকে আসতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কলকাতা থেকে উৎসবে যোগ দিতে মুম্বই রওনা হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। শ্রীলেখার ছবি ‘ওয়ান্স আপন টাইম ইন অ্যা মুম্বই’ সেখানে দেখানো হবে। মুম্বই উড়ে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকে ছবিও পোস্ট করেছেন শ্রীলেখা। যেখানে টিকিট হাতে বসে থাকতে দেখা যাচ্ছে শ্রীলেখাকে।

সে তো নাহয় হল, কিন্তু একী মুম্বই যাওয়ার সময় শ্রীলেখার মাথা ভর্তি সিঁদুর কেন! ছবি দেখে নেটপাড়ার একটাই প্রশ্ন, শ্রীলেখা কি ফের বিয়ে করলেন নাকি? এমন ছবি দেখে এ প্রশ্ন আসাটা খুুবই স্বাভাবিক। তবে কৌতুহল মেটালেন অভিনেত্রী নিজেই। শ্রীলেখা বলেন, ‘সিঁদুর পরেছি কেন, এ প্রশ্ন যদি আসে, তাহলে জানিয়ে রাখি, আমি বিয়ে করিনি। আমি আসলে সিঁদুর খেলেছিলাম।’

আরও পড়ুন-অবিকল কুমার শানু! গানও গান তাঁরই মতো, Indian Idolএ হাজির কে এই গায়ক?, চমকে গেলেন শ্রেয়া

আরও পড়ুন-ভোপাল গ্যাস দুর্ঘটনার তিক্ত স্মৃতি উসকে দেবেন মাধবন, কেকে মেনন, বাবিল! মুখ থেকে রুমাল সরতেই…

আরও পড়ুন-পুজোর পরই গুরুতর অসুস্থ! হাসপাতালে ভর্তি করা হল অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতাকে

বহুদিন আগেই স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিয়ে ভেঙে যায় শ্রীলেখা মিত্রর। কেন সেই বিয়ে ভেঙেছিল? সেবিষয়ে অভিনেত্রী টিভি9 কে জানিয়েছিলেন, ‘আমি অনেক বেশি বউ বউ ছিলাম, বন্ধুর চেয়ে বেশি, প্রেমিকার চেয়ে বেশি, অনেক বেশি বউ হয়ে উঠেছিলাম। এক্কেবারেই সিরিয়ালের টিপিক্যাল বউদের মতো। লোকে আমাকে যেমনটা ভাবেন, তেমনটা নয়। কাজ করতাম, কাজের পর বাড়ি চলে আসতাম। স্বামীর বন্ধুরাই ছিল আমার বন্ধু। আমার আলাদা জগৎ ছিল না। শিলাদিত্য ছিল আমার সবকিছু, ওকে ঘিরেই আমার জগৎ ছিল।’

তবে দক্ষিণ কলকাতার শিলাদিত্য সান্যাল আর দমদমের মেয়ে শ্রীলেখার মধ্যে অচিরেই ফারাক তৈরি হয়। বিয়েটা ভেঙে যায়। তবে সেই সিদ্ধান্ত নিয়েও আক্ষেপ নেই তাঁদের। তবে তাঁদের এক মেয়েও রয়েছে। দুজনেই যৌথভাবে সেই মেয়েকে বড় করে তুলছেন।

বায়োস্কোপ খবর

Latest News

৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান… রিল রিয়েল মিলেমিশে একাকার, অনন্যার ওয়েব সিরিজে দেখা গেল কার বিয়ের দৃশ্য? আলু ভাতে, বেগুন ভর্তা তো খেয়েছেন, স্বাদ বদলাতে লঙ্কা ভর্তা ট্রাই করবেন নাকি? সিদ্ধি বিনায়ক দর্শনের পরই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা, শুভক্ষণ আসন্ন… খারাপ আলোর জের!পেসার ওকস হয়ে গেলেন স্পিনার! শ্রীলঙ্কা-ইংল্যান্ডে টেস্টে বিরল ছবি কলকাতার Infosys-এ নিয়োগ হবে! ইন্টারভিউও এখানে, কবে? কী কী লাগবে? কোন পদে? ভারত অধিনায়কদের মধ্যে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরে কোথায় বিরাট-সচিন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.