বাংলা নিউজ > বায়োস্কোপ > Kajol: উৎকন্ঠা জাগিয়ে নেটদুনিয়াকে বিদায়! সত্যিটা সামনে আসবার পর কাজলের কীর্তিতে ছিছিকার

Kajol: উৎকন্ঠা জাগিয়ে নেটদুনিয়াকে বিদায়! সত্যিটা সামনে আসবার পর কাজলের কীর্তিতে ছিছিকার

কাজল প্রচার গিমিক (ছবি-পিটিআই)

Kajol gets Trolled: কোনও ‘সমস্যা’ নয়, ওয়েব শো-এর প্রচারে ‘সোশ্যাল মিডিয়া থেকে বিরতি' কাজলের। সত্যিটা জলের মতো স্পষ্ট হতেই কপালে জুটল বিরূপ মন্তব্য। 

শুক্রবার দুপুরে আচমকাই সোশ্য়াল মিডিয়া থেকে বিরতি নেন কাজল। শুধু তাই নয়, পুরোনো সব পোস্ট মুছে ফেলেন নায়িকা। জানান, ‘জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।’ অভিনেত্রীর পোস্ট দেখে হইচই সোশ্যাল মিডিয়ায়, তবে কি ব্যক্তিগত জীবনে কোনও ঝড়ের মধ্য়ে পড়লেন কাজল? অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, ‘সব ঠিক আছে তো?’ পরিবারে কিছু ঘটল নাকি!

তবে সন্ধ্যে গড়াতেই পরিষ্কার হয়ে গেল সবকিছু। আসলে কাজলের জীবনের এখন একমাত্র 'পরীক্ষা' হল তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। এদিন সন্ধ্যায় ‘দ্য ট্রায়াল’-এর পোস্টার সামনে আনলেন অভিনেত্রী। জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক এটি।

সিরিজের পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কাজল লেখেন, ‘যত কঠিন পরীক্ষা (ট্রায়াল) হবে, তত শক্তিশালী হয়ে তুমি ফিরে আসবে! আমার আসন্ন ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের- প্য়ায়ার, খুন, ধোঁকা-র ট্রেলার মুক্তি পেতে চলেছে ১২ই জুন'। পোস্টারে আইনজীবীর লুকে পাওয়া গেল কাজলকে।

আরও পড়ুন-কাজলের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটেছে? কঠিন সময়ের কথা জানিয়ে বড় সিদ্ধান্ত অভিনেত্রীর

সমাজমাধ্যমে বরাবরই ভীষণ সক্রিয় কাজল। মেয়ে নিসার কাছে ইনস্টাগ্রামের খুঁটিনাটি শেখবার পর থেকে দৈনন্দিন জীবনের নানান ঝলক সেখানে তুলে ধরেন অভিনেত্রী। কিন্তু ওয়েব শো-এর প্রচারের জন্য এইভাবে ফ্যানেদের বোকা বানাবেন অভিনেত্রী তা আশা করেনি কেউই! সত্যিটা ফাঁস হতেই চটে লাল তাঁরা। 

এক নেটিজেন লেখেন, ‘এই ধরণের প্রচার কৌশল খুব বিরক্তিকর’। অপর এক নেট নাগরিক লেখেন, ‘পরেরবার আপনি সত্যি সমস্যার কথা বললে কেউ বিশ্বাস করবে না, অনুচিত কাজ’। তবে ফ্যানেরা অবশ্য স্বস্তিতে। তাঁরা এতেই খুশি যে ব্য়ক্তিগত জীবনে কোনও সমস্যায় পড়েননি কাজল। 

জনপ্রিয় মার্কিন কোর্টরুম ড্রামা ‘দ্য গুড ওয়াইফ’ (The Good Wife) এর রিমেক এটি। যেখানে লিড রোলে দেখা মিলেছিল জুলিয়ানা মারগুলিসের। মোট সাতটি সিজন রয়েছে এই ওয়েব শো-এর। ২০১৬ সালে শেষ সিজনটি মুক্তি পায়। গৃহবধূ কাজল ফের একবার নিজের পুরোনো পেশায় ফিরবে যখন তাঁর স্বামী এক দুর্নীতির দায়ে জেলবন্দি হবে। এই সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন সুপর্ণ ভর্মা। আগামী দিনে কাজলকে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজে, অজয় ঘরণী অভিনীত শেষ ছবি ‘সালাম ভেঙ্কি’। 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর এবার কিঞ্জল নন্দকে বাম সমর্থকের আক্রমণ, 'আমোদ' পেয়ে কী লিখলেন কুণাল ঘোষ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.