বাংলা নিউজ > বায়োস্কোপ > Yash-Priyanka: ‘তোকে ছাড়া বাঁচবো না’, নুসরত নয় দীপাবলিতে কার কোলে মাথা রেখে এই বার্তা যশের?

Yash-Priyanka: ‘তোকে ছাড়া বাঁচবো না’, নুসরত নয় দীপাবলিতে কার কোলে মাথা রেখে এই বার্তা যশের?

প্রকাশ্যে যশের নতুন ছবির পোস্টার 

Toke Chhara Banchbo Na: প্রথমবার জুটিতে যশ-প্রিয়াঙ্কা। প্রকাশ্যে এল দুজনের আসন্ন ছবির ফার্স্ট লুক পোস্টার। কবে মুক্তি পাবে ‘তোকে ছাড়া বাঁচবো না’?

সময়টা দারুণ যাচ্ছে যশ দাশগুপ্তর। এই টলি হিরো শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন নুসরতের স্বামী। তাও আবার টি-সিরিজের মতো ব্যানারে। ‘ইয়ারিয়াঁ ২’ ছবিতে যশের নায়িকা দিব্যা কুমার খোসলা। এর মাঝেই টলি সুন্দরী প্রিয়াঙ্কা সরকারের কোলে মাথা রেখে যশ বলছেন, ‘তোকে ছাড়া বাঁচবো না’। ভাবছেন ব্যাপারটা কী? না, রিয়েল লাইফ নয় রিল লাইফে এমনটা ঘটছে। রুপোলি পর্দায় প্রথমবার একসঙ্গে হাজির হচ্ছেন যশ-প্রিয়াঙ্কা জুটি। করোনা পর্ব শুরুর আগে এই ছবির শ্যুটিং সরেছিলেন দুজনে, তবে ছবির নাম ঠিক ছিল না। অবশেষে দীপাবলির দিন ছবির পোস্টার এবং টাইটেল সামনে আনলেন দুজনে। শুধু তাই নয়, ছবি মুক্তির তারিখও এদিন প্রকাশ্যে এল।

যশ-প্রিয়াঙ্কা জুটির ছবির নাম, ‘তোকে ছাড়া বাঁচবো না’। পরিচালনায় সুজিত মণ্ডল। ছবির পোস্টারে দেখা গেল একটি সিঁড়িতে বসে রয়েছে অর্জুন-হিয়া (যশ ও প্রিয়াঙ্কা অভিনীত চরিত্র)। দুজনের পরনের ক্যাজুয়াল পোশাক। হিয়ার কোলে মাথা দিয়ে আছে অর্জুন, আর অর্জুনের পিঠে হিয়া। এই পোস্টারের ক্যাপশনে লেখা- ‘ভালোবাসা যখন কোন বাধা মানে না, তখন মন বলে তোকে ছাড়া বাঁচবো না’।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। দীর্ঘদিন বাক্সবন্দি হয়েছিল এটি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। নানান ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোবে এই ছবির চিত্রনাট্য। অর্জুন-হিয়ার সম্পর্কের টানাপোড়েন নিয়েই এই গল্প। শুরুতে দুজনে একসঙ্গে থাকলেও পরে পরিস্থিতির আলাদা হতে হয়। সব বাধা অতিক্রম করে কীভাবে এক হবে দুজনে? তাই উঠে আসবে এই ছবিতে। এই ছবির গল্প লিখেছেন শ্বেতা ভরদ্বাজ এবং পুনম ঝা।

আগামী ২৫শে নভেম্বর মুক্তি পাবে এই ছবি। এর পাশাপাশি যশকে খুব শীঘ্রই দেখা যেতে পারে এসকে মুভিজের দুটো ছবিতে। যার একটিতে নুসরত জাহানের সঙ্গে জুটি বাঁধতে পারেন যশ, পরিচালানার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। অন্য ছবিতে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ‘চিনে বাদাম’ তারকা।

বন্ধ করুন