গত কয়েক সপ্তাহে একাধিক চ্যানেলে একঝাঁক পরিবর্তন এসেছে। বহু চলতি সিরিয়াল বন্ধ হয়েছে, তার জায়গায় এসেছে নতুন সিরিয়াল। স্টার জলসা থেকে জি বাংলার- সর্বত্রই চিত্রটা এক। জি বাংলাতেও পরপর শুরু হয়েছে, ‘লালকুঠি’, ‘খেলনা বাড়ি’র মতো সিরিয়াল। আবার বন্ধ হয়েছে ‘সর্বজয়া’, ‘অপরাজিতা অপু’র মতো হিট সিরিয়াল। সুস্থ বিনোদনের মাধ্যম হিসাবে টিভি সিরিয়াল সবচেয়ে বেশি জনপ্রিয় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মধ্যে।
একদিকে যেমন শাশুড়ি-বৌমার দ্বন্দ্ব, গ্রামের মেয়ের সব প্রতিকূলতাকে জয় করবার লড়াইয়ের কাহিনি ছোটপর্দায় উঠে আসে, তেমনই প্রত্যেক চ্যানেলেই ধর্মীয় মহাত্ম্যকে তুলে ধরে এমন সিরিয়ালও সম্প্রচার করা হয়। একটা বিশেষ বয়সী দর্শকদেক টার্গেট করেই এই সকল আধ্যাত্মিক সিরিয়াল। জি বাংলায় সম্প্রতি ভক্তিমূলক ধারাবাহিক হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ‘মঙ্গলময়ী সন্তোষি মা’। প্রতিদিন রাত ১১টার স্লটে সম্প্রচারিত হয় এই সিরিয়াল। তবে আচমকা বন্ধ হয়ে যাচ্ছে ‘মঙ্গলময়ী সন্তোষি মা’। এর বদলে আসছে নতুন সিরিয়াল। সবটা জানিয়ে দেওয়া হল চ্যানেলের তরফে।
হিন্দি সিরিয়াল ‘মঙ্গময়ী সন্তোষি মা’ বাংলায় ডাবিং করে সম্প্রচারিত হত জি বাংলায়। হিন্দি সিরিয়ালের বাংলা সংস্করণ বেশ জনপ্রিয়তা লাভ করেছে গত একবছরে। এমনকী বহু বাংলা সিরিয়ালকে পিছনে ফেলে টিআরপি তালিকায় উপরে উঠে এসেছিল এই ধারাবাহিক। বহু দর্শকই, বিশেষত প্রবীণ দর্শকরা রাত এগারোটা অব্দি অপেক্ষায় থাকেন এই সিরিয়ালের জন্য। এবার আগামী ১২ জুন শেষপর্ব দেখা যাবে ‘মঙ্গলময়ী সন্তোষি মা’র। ১৩ই জুন থেকে ওই স্লট দখল করছে ‘শিশু ভোলানাথ’। বলা বাহুল্য এটাও একটা ডাবিং সিরিয়াল। নতুন সিরিয়াল কতখানি মন জয় করবে দর্শকদের, সেটাই এখন দেখবার।