শুরু থাকলে শেষ তো থাকবেই। কালের নিয়ম মেনেই শেষ হওয়ার পথে জি বাংলার ধারাবাহিক। এমনিতেই স্টার জলসা আর জি বাংলার একাধিক মেগার বন্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে শেষের ঘণ্টা বেজেই গেল খেলনা বাড়ির। আরাত্রিকা মাইতি ও বিশ্বজিৎ ঘোষ অভিনীত ধারাবাহিকের চলতি সপ্তাহেই শেষ হচ্ছে এই ধারাবাহিকের শ্যুটিং।
১৬ অক্টোবর থেকে বদলে গিয়েছিল খেলনা বাড়ির টাইমস্লট। রাত দশটা থেকে সরিয়ে করে দেওয়া হয়েছিল সাড়ে নটা। মূলত ইচ্ছে পুতুল আর গৌরির স্লট বদল নিয়েই এত কাণ্ড। নিউএজ ড্রামা তোমাদের রাণী-র সঙ্গে পেরে উঠছিল না গৌরী এলো। তাই সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় রাতের থেকে বিকেলের স্লট দিয়ে দেওয়া হয় ইচ্ছে পুতুলকে। এমনিতেই দর্শক মেঘ-নীল-ময়ূরীর ত্রিকোণ ড্রামা এখন খুব জনপ্রিয়। রোজ এটি দেখার দাবি আসছিল দর্শকদের থেকে। ফলত দেওয়া হয় গৌরী এলো-র স্লট।
আর গৌরী চলে আসে রাত ১০টায়। আর সাড়ে নটায় চলতে থাকে খেলনা বাড়ি। কিন্তু সময় বদলেও লাভ হল না কোনও। শেষদিনের শ্যুটিং করে ফেলল মিতুলরা।
২০২২ সালের ১৬ মে শুরু হয়েছিল খেলনা বাড়ির জার্নি। শুরুতে এটি সম্প্রচারিত হত ৬.৩০ টার স্লটে। ধীরে ধীরে জনপ্রিয়তা পায়। চলে আসে টিআরপি তালিকাতেও। একটা বড় সময় টানা থাকত দ্বিতীয় কিংবা তৃতীয় নম্বরে। তবে তারপর এটিকে পাঠিয়ে দেওয়া হয় রাত ৯টায়। সেখানেও স্লট লিড করা শুরু করে। তবে এই সময়েও টিকে থাকতে পারেনি এটি। চলে আসে রাত ১০টায়। তবে তারপর দিন পনেরোর মধ্যেই সাড়ে নটা। আর এখন বিদায় নেওয়ার পালা।

মিতুল ওরফে আরাত্রিকার ইনস্টা স্টোরি।
আরাত্রিকা নিজেও এই নিয়ে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন ইনস্টাস্টোরিতে। যা টিম খেলনা বাড়ির মেয়েদের সিঁদুর খেলার ফোটো। এটি শেয়ার করে লেখা হয়েছে, ‘বিদায়বেলা ঘনিয়ে এল… আর তো কিছু দিন। সবাই দেখতে থাকো খেলনা বাড়ি। জি বাংলা। সাড়ে ৯টায়।’
কোন ধারাবাহিক আসবে খেলনা বাড়ির স্লট? খবর বলছে, দেবাদৃতা বসুর নতুন ধারাবাহিক আসছে। যা আসছে জি প্রোডাকশনের ব্যানারে। তো কেউ আবার বলছেন ফিরছেন দিতিপ্রিয়া রায়। তবে কিছুই এখনও অফিসিয়াল হয়নি। অর্গ্যানিক প্রোডাকশনের একটি নতুন মেগাও শুরু হওয়ার কথা রয়েছে। সেই ধারাবাহিকে নায়িকা হিসেবে নাম উঠে আসছে ইন্দ্রাণী পালের। এখন দেখার কী হয় ভবিষ্যতে।