Aadhaar card biometric lock: আধার কার্ডের তথ্যচুরির ঘটনা সম্প্রতি বেড়ে গিয়েছে। আর এই তথ্য হাতিয়েই হ্যাকাররা ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে সক্ষম। কীভাবে এই হ্যাকিং আটকাবেন?
1/5 আধার কার্ডের মাধ্যমে প্রতি নাগরিকের অদ্বিতীয় পরিচয়পত্র তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। এই কার্ডে আমাদের বায়োমেট্রিক তথ্য যেমন একদিকে রয়েছে, তেমনই রয়েছে অন্যান্য তথ্যও। তবে বর্তমানে প্রশ্নের মুখে কার্ডের সুরক্ষা।
2/5 কার্ডের বায়োমেট্রিক তথ্য কৌশলে চুরি করে নিচ্ছে হ্যাকাররা। সেই তথ্য দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চুরি যাচ্ছে বিপুল অঙ্কের টাকা। তবে একটি ছোট কাজ করে নিলেই কিন্তু সুরক্ষিত রাখা যায় এই সব তথ্য। আর তা হল বায়োমেট্রিক লক।
3/5 এর জন্য প্রথমেই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। uidai.gov.in-এ সাইটে গিয়ে লক/আনলক বায়োমেট্রিক অপশনে যেতে হবে। এই অপশনটি হোমপেজেই ‘আধার সার্ভিসেস’-এর ‘মাই আধার’ অপশনে রয়েছে।
4/5 অপশনটিতে যাওয়ার পর ১২ অঙ্কের আধার নম্বরটি নির্দিষ্ট স্থানে বসাতে হবে। এর পর ওটিপি জেনারেটের অপশনে ক্লিক করলে আধার কার্ডে সংযুক্ত ফোন নম্বরে ওটিপি আসবে। ওই ওটিপি নির্দিষ্ট স্থানেই কার্ডের তথ্য লক হয়ে যাবে।
5/5 এর পর প্রয়োজনমতো আনলক করা যাবে আধারের বায়োমেট্রিক তথ্য। তবে বায়োমেট্রিক তথ্য লক করা দেওয়া মানেই গা-ছাড়া মনোভাব নয়। তথ্য সুরক্ষিত আছে এই ভেবে অসতর্ক থাকলে চলবে না। ফোনে ওটিপি এলে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। একইসঙ্গে নির্দিষ্ট সময় অন্তর কার্ডের তথ্য সুরক্ষিত রাখতে হবে।