১৮৯১ সালের ১৪ এপ্রিল মধ্যপ্রদেশে ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম। যাঁকে সারা দেশ চেনে বাবাসাহেব নামে। প্রতি বছর ১৪ এপ্রিল তাই দেশ জুড়ে সংবিধানের রচয়িতার জন্মদিন পালন করা হয়। এটিকেই আম্বেদকর জয়ন্তী বলা হয়।
জাতপাত, ধর্মান্ধতা এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি দীর্ঘ দিন লড়াই করেছেন। আম্বেদকরের বেশ কিছু কথা, আজ এত বছর পেরিয়ে এসেও সমান প্রাসঙ্গিক।
আম্বেদকর জয়ন্তীতে রইল এমনই ১০টি কথা, যা যে কোনও মানুষের জন্য শিক্ষণীয় হতে পারে।
১। নারীর কতটা অগ্রগতি হয়েছে, তা দিয়েই আণি কোনও সম্প্রদায়ের অগ্রগতির পরিমাপ করি।
২। আমি সেই ধর্ম পছন্দ করি যা স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব শেখায়।
৩। জীবন দীর্ঘ না হয়ে মহান হওয়া উচিত।
৪। আমি যদি দেখি, সংবিধানের অপব্যবহার হচ্ছে, তাহলে আমিই প্রথম তা পুড়িয়ে দেব।
৫। মানুষের অস্তিত্ব রক্ষার জন্য মনের উন্নতিসাধনই হল প্রকৃত লক্ষ্য।
৬। উদাসীনতা হল মানুষের জন্য সবচেয়ে খারাপ অসুখ।
৭। সাম্যের ধারণা কাল্পনিক হতে পারে, তবুও পরিচালনার নীতি হিসাবে এটিকেই মেনে নিতে হবে।
৮। যতক্ষণ পর্যন্ত আপনি সামাজিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না, তত ক্ষণ পর্যন্ত আইন দ্বারা প্রাপ্ত স্বাধীনতা আপনার কোনও কাজে আসবে না।
৯। নাগরিক সমাজের জন্য আইন ব্যবস্থা ওষুধের মতো। নাগরিক সমাজ অসুস্থ হলে ওষুধ প্রয়োগ করতেই হবে।
১০। ধর্ম এবং দাসত্ব এক সঙ্গে চলতে পারে না।