How to Get Rid of Smelly Feet: শীতে অনেকেরই পায়ের পাতা ঘামে। আর তাতে খুবই অস্বস্তিতে পড়তে হয়। কী করে নিষ্কৃতি পাবেন এই সমস্যা থেকে?
1/7শীতকালে বাড়ে পায়ের ঘাম। আর তাতে বাড়ে পায়ের দুর্গন্ধ। বছরের এই সময়টিতে পায়ের দুর্গন্ধ অনেকের কাছেই বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। অন্যদের সামনে জুতো খোলা যায় না। খুললেও অন্যদের অসুবিধা হলে, খুব সমস্যায় পড়তে হয়।
2/7পায়ের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য কী করবেন? পায়ের দুর্গন্ধ কমানোর জন্য ঘরোয়া কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। দেখে নিন, কোন কোন রাস্তায় কমাতে পারেন এই সমস্যা।
3/7চাল ধোয়া জল: চাল আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এর পর এই জল ছেঁকে বার করে নিন। এই জলে পা ডুবিয়ে কিছু ক্ষণ রেখে দিন। এতে আপনার পায়ের দুর্গন্ধের সমস্যা কিছুটা কমবে। জল হালকা গরমও করে নিতে পারেন। তাতে আরও ভালো কাজ হবে।
4/7সাধারণ ভিনিগার: জলে সাধারণ ভিনেগার মিশিয়ে নিন। তার পরে সেটি দিয়ে জুতো ধুয়ে ফেলুন। আপনার জুতোর ভিতরে ভিনেগার ছিটিয়ে দিতে পারেন। তার পরে কাপড় দিয়ে তা মুখে পরিষ্কার করতে পারেন। এতে কমবে জুতোর দুর্গন্ধ।
5/7টি ব্যাগ: এই পায়ের এবং জুতোর গন্ধও দূর করার মোক্ষম অস্ত্র। প্রথমে টি ব্যাগ ফুটন্ত জলে কিছুক্ষণ রেখে দিন। তার পরে জল থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। এর পরে এই টি ব্যাগগুলি জুতোর ভিতর কিছুক্ষণ রেখে দিন। এতে জুতোর গন্ধ দূর হবে।
6/7লেবুর খোসা: জুতোর ভিতরে লেবু জাতীয় ফলের খোসা রাখলে গন্ধ দূর হয়। এ জন্য আপনি কমলা লেবু বা পাতি লেবু বা অন্য যে কোনও লেবুর খোসাই ব্যবহার করতে পারেন। এতে জুতোর দুর্গন্ধ কিছুক্ষণ পরেই হাওয়া হয়ে যায়।
7/7বেকিং সোডা: জুতোর ভিতরে বেকিং সোডা ছিটিয়ে দিন। রোজ রাতে জুতোর মধ্যে বেকিং সোডা ছিটিয়ে দিতে পারেন এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে সেগুলি পরিষ্কার করতে পারেন। এতে করে জুতোর গন্ধ চলে যাবে।