Blackheads Removal Tips: শীতে দূষণ বাড়লেই নাকের উপর জমা ব্ল্যাকহেডসও বাড়ে। কী করে এই ব্ল্যাকহেডস সাফ করবেন? রইল একদম ঘরোয়া কিছু প্রতিকারের সন্ধান।
1/9শীতে দূষণের কারণে নাকের উপর কালো রঙের রোঁয়া জমে। একে ব্ল্যাকহেডস বলা হয়। অনেকের আবার মানসিক চাপের কারণেও নাকের উপর ব্ল্যাকহেডস জমে। এই ব্ল্যাকহেডস অনেক সময়েই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
2/9কিন্তু কী করে এই ব্ল্যাকহেডস সাফ করা যায়, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। কোনও রাসায়নিক নয়, একেবারেই ঘরোয়া উপায়েই সাফ করা যায় এই ব্ল্যাকহেডস। দেখে নিন কীভাবে।
3/9গ্রিন টি: গএই চা জলে ভিজিয়ে তা দিয়ে নাক পরিষ্কার করতে পারেন। তবে আরও ভালো উপকার পাবেন, যদি গ্রিন টি-র পেস্ট বানিয়ে নেন আর তা নাকের উপরে লাগিয়ে রাখেন। সেটি দ্রুত পরিষ্কার করবে নাক।
4/9আলু: কাঁচা আলু দিয়ে নাকের উপরের ত্বক ঘষতে পারেন। তাতে এই ব্ল্যাকহেডস উঠে আসবে। এতে নাকের ত্বকেরও উন্নতি হবে। ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
5/9ওটস: গোলাপ জলে ওটস মিশিয়ে নিন। তার পরে সেই মিশ্রণটি নাকের উপরে মিনিট ১৫ রেখে দিন। এতে ব্ল্যাকহেডস নরম হয়ে যাবে। তার পরে ধুয়ে ফেলুন। তাতেও নাক পরিষ্কার হবে।
6/9ডিম: একটি পাত্রে ডিমের সাদা অংশ নিন। তাতে এক চামচ মধু মেশান। এবার এই মিশ্রণ নাকের উপর লাগিয়ে দিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই কাজটি করলে ব্ল্যাকহেডস দূর হবে সহজেই।
7/9মধু: এই কাজের জন্য মধুও দারুণ। মধু সামান্য গরম করে নিন। তার পরে নাকের উপরে লাগান। তার পরে ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। তাতে ব্ল্যাকহেডস কমবে।
8/9বেকিং সোডা: এক চামচ জল আর তিন চামচ সোডা মেশান। জলটি হালকা গরম হলে ভালো হয়। এবার এই দিয়েনাকের উপরের ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। তাতেও ব্ল্যাকহেডস কমবে।
9/9লেবুর রস: ব্ল্যাকহেডসের উপর লেবুর রস লাগান। তার পরে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে করলে ব্ল্যাকহেডস দূর হবে।