পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Bufavirus among Dogs: ভারতে ছড়িয়ে পড়েছে আবার এক নতুন ভাইরাস, এটিরও জন্ম চিনে, আক্রান্ত হচ্ছে কুকুররা
আবার এক নতুন ভাইরাস। এটিরও উৎপত্তিস্থল চিন। তবে মানুষ নয়, এই ভাইরাসে সংক্রমিত হচ্ছে কুকুররা। এটি কি মহামারি সৃষ্টি করতে পারে? কী বলছেন চিকিৎসকরা?
সম্প্রতি হায়দরাবাদে বেশ কয়েকটি কুকুর এবা কুকুর ছানার মধ্যে এই ভাইরাসটির সংক্রমণ টের পাওয়া গিয়েছে। Bufavirus নামের এই ভাইরাসটিকে সংক্ষেপে বলা হচ্ছে CBuV। এটি এক ধরনের পারভোভাইরাস। কিন্তু পারভোভাইরাসটির এই রূপ আগে কখনও দেখা যায়নি। এটি চিন থেকে এসেছে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।
কী কী জানা গিয়েছে এই নতুন ভাইরাসের সংক্রমণ সম্পর্কে?
- মূলত পেটের সমস্যা হচ্ছে এতে। তার সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে।
- এক এখনও কোনও নির্দিষ্টি চিকিৎসা পদ্ধতি নেই।
- হায়দরাবাদেই ৮টি কুকুরের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ টের পাওয়া গিয়েছে।
- প্রথম এই ভাইরাসটির সংক্রমণ টের পাওয়া গিয়েছিল ২০১৬ সালে। তখন ইতালিতে এটি বেশ বড় আকারে ছড়িয়ে পড়ে। এবার ভারতেও পাওয়া গেল এটি।
CBuV কি মহামারি সৃষ্টি করতে পারে?
এখনই এই বিষয়ে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। তবে এই ভাইরাসটির সংক্রমণ নিয়ে তাঁরা সাবধান হতে বলেছেন। বলেছেন, সাবধান না হলে এটি কুকুরদের বিপদ ডেকে আনতে পারে। তবে মানুষের মধ্যে এই ভাইরাসটির সংক্রমণের কোনও লক্ষণ এখনও পাওয়া যায়নি।